এশিয়া কাপ শেষ হতেই আরেকটি বড় সিরিজের অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। আগামী অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সূচি অনুযায়ী, ২ অক্টোবর শারজাহতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টানা দুই দিনে প্রথম দুটি ম্যাচ (২ ও ৩ অক্টোবর) শেষে ৫ অক্টোবর হবে শেষ টি-টোয়েন্টি। এরপর আবুধাবিতে ৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।
এসিবির প্রধান নির্বাহী নসীব খান বলেন, ‘বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট আয়োজন আমাদের যৌথ প্রতিশ্রুতি। দর্শকরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপভোগ করবেন বলে আমরা আশাবাদী।’
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের মূল্যবান সুযোগ। দুই বোর্ডের সম্পর্ককে আরও দৃঢ় করবেই এই আয়োজন।’
এশিয়া কাপ চলবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। মাত্র কয়েকদিন বিরতি দিয়ে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ।
সিরিজের সূচি
১ম টি-টোয়েন্টি: ২ অক্টোবর, শারজাহ
২য় টি-টোয়েন্টি: ৩ অক্টোবর, শারজাহ
৩য় টি-টোয়েন্টি: ৫ অক্টোবর, শারজাহ
১ম ওয়ানডে: ৮ অক্টোবর, আবুধাবি
২য় ওয়ানডে: ১১ অক্টোবর, আবুধাবি
৩য় ওয়ানডে: ১৪ অক্টোবর, আবুধাবি
Discussion about this post