বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বিকেন্দ্রীকরণে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। এর অংশ হিসেবে তিনি আজ রবিবার নারায়ণগঞ্জ সফর করেন। জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং নারায়ণগঞ্জের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্যে বুলবুল জানান, নারায়ণগঞ্জের ক্রিকেট ইতিহাস অনেক সমৃদ্ধ, যা তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। অথচ একসময় এখানে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ হতো।’
খেলোয়াড়দের সুবিধা বাড়ানোর লক্ষ্যে ফতুল্লা স্টেডিয়ামে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বর্তমানে মাঠে মাত্র তিনটি উইকেট থাকলেও তিনি অন্তত ২০টি উইকেট তৈরি করার ঘোষণা দেন। এছাড়া কোচিং সুবিধা বাড়িয়ে স্থানীয় খেলোয়াড়দের বিকাশের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি।
বুলবুল বলেন, ‘আগামী এক-দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এমন উন্নয়ন করবো যাতে এখানকার খেলোয়াড়দের আর ঢাকায় যেতে না হয়। এখানেই তারা প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পাবে।’
এছাড়া তিনি নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার ইচ্ছার কথাও জানান। তার বিশ্বাস, এ ধরনের অবকাঠামো তৈরি হলে এখান থেকে আগামী দিনের জাতীয় দলের তারকা উঠে আসবে।
বুলবুল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি আইসিসিতে থাকাকালে এ ধরনের কাজ করেছি। তাই জানি এগুলো বাস্তবায়ন সম্ভব।’
Discussion about this post