ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল জিতছে, কিন্তু সাকিব আল হাসানের ব্যাট হাসছে না। অভিজ্ঞ এই অলরাউন্ডার আবারও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তবে বল হাতে এনে দিয়েছেন সান্ত্বনা-এ আসরে প্রথম উইকেট নিয়েছেন তিনি।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়েছে। এই ম্যাচে সাকিব ব্যাট হাতে নামেন পাঁচ নম্বরে। দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়েও ছন্দ ফেরাতে পারলেন না, ১৩ বলে করলেন মাত্র ৭ রান। বল হাতে অবশ্য এক ওভারেই ফেরান ড্যারেন ব্রাভোকে। এটাই তার টুর্নামেন্টের প্রথম সাফল্য।
এই উইকেটের সাথে সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ার উইকেট দাঁড়াল ৪৯৯-এ। আরও একটি উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন ঐতিহাসিক ৫০০-এর মাইলফলক।
এর আগে দুই ম্যাচে ব্যাটিংয়ে করেছিলেন ১১ ও ১৩ রান। বল হাতে পাননি কোনো উইকেট। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিও বাড়িয়েছে খেলার বাইরে থাকার হতাশা। ফলে সিপিএলে ব্যাটিং দিক থেকে একরকম সংগ্রামই করে যাচ্ছেন তিনি।
যদিও দল হিসেবে ফ্যালকনস উড়ছে দুর্দান্ত ফর্মে। অধিনায়ক ইমাদ ওয়াসিমের অপরাজিত ৩৯ ও ফ্যাবিয়ান অ্যালেনের বিধ্বংসী ৪৫ রানে তারা গড়েছিল লড়াকু স্কোর। শেষদিকে স্প্রিঙ্গারের দুর্দান্ত বোলিং থামিয়ে দেয় পোলার্ডের ঝড়কে, এনে দেয় দলের জয়।
চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ফ্যালকনস এখন শীর্ষে। কিন্তু বাংলাদেশের সমর্থকদের চোখ সাকিবের ওপরেই-কবে ফিরবেন তিনি চেনা অলরাউন্ডার রূপে?
Discussion about this post