ক্রিকেট মাঠে পরিচিত নাম তাওহীদ হৃদয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তার জীবনের কেন্দ্রবিন্দু ব্যাট-বল নয়, বরং হাসপাতালের করিডর। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য দিনভর সিরাজগঞ্জের এনায়েতপুরে দৌড়ঝাঁপ করছেন এই তরুণ ক্রিকেটার।
তবুও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্যরকম গল্প-নাকি তিনি চুলের চিকিৎসার জন্য দেশের বাইরে! গুজবের এমন ঢেউ তার ব্যক্তিজীবনে শুধু বিভ্রান্তি নয়, মানসিক চাপও বাড়িয়েছে।
ফেসবুকে দেওয়া বার্তায় হৃদয় লিখেছেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময়ে আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন…!’
তিনি আরও যোগ করেন, ভিউ বাণিজ্যের জন্য এই ধরনের খবর প্রচার করা দুঃখজনক, ‘পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক না থাকতে পারি।’
জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা যখন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছেন। তখন হৃদয় মাঠের বদলে লড়াই করছেন হাসপাতালের ভেতরে-মায়ের সুস্থতার জন্য।
Discussion about this post