বাংলাদেশ ‘এ’ দলের তরুণ ক্রিকেটাররা রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডারউইনের পথে। উদ্দেশ্য-টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ২০২৫। তবে এই সফর শুধুমাত্র একটি সিরিজ খেলতে যাওয়ার নয়, বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ এবং আগামীর জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই।
এই দলের প্রতিটি সদস্যের চোখেমুখে একটাই অভিব্যক্তি-অপূর্ণতা ঘোচাতে চাই এবার। যাত্রার আগে বিমানবন্দরে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। প্রথাগত কৃতজ্ঞতাভরা কথার বাইরে গিয়ে দুই তরুণ ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাহিদুল ইসলাম অঙ্কন সরাসরিই বলে দিলেন তাদের লক্ষ্য—শিরোপা জয়।
মৃত্যুঞ্জয় বলেন, ‘চাই পাঁচ উইকেট নিতে, চাই হাফসেঞ্চুরি করতে-এবং সেটা একবার নয়, বারবার। কারণ সুযোগ আছে, আর আমি চাই সেই সুযোগটা কাজে লাগাতে।’ অন্যদিকে, অঙ্কন কিছুটা স্মৃতিকাতর হলেও ছিলেন দৃঢ়চেতা, ‘গতবার আমরা ফাইনাল খেলেছিলাম। কিন্তু শিরোপা পাইনি। এবার আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।’
এই সিরিজে মোট ১১টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দল, এবং বিগ ব্যাশের পরিচিত নাম মেলবোর্ন স্টারস, অ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ স্কোর্চার্সসহ স্থানীয় রাজ্য দলগুলো। এক কথায়, সিরিজটি হবে চরম প্রতিযোগিতামূলক।
তবে বাংলাদেশ দল ভয় নয়, নিচ্ছে চ্যালেঞ্জ। অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আমরা শিখতে নয়, জিততেই যাচ্ছি। আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে, এখন দরকার মাঠে প্রমাণ করা।’
সিরিজের সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ৯ আগস্ট পৌঁছাবে ডারউইনে। এরপর ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা। নেপাল, মেলবোর্ন স্টারস, পার্থ স্কোর্চার্সসহ একের পর এক ম্যাচে মাঠে নামতে হবে টাইগারদের। ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।
সিরিজের পর আরও একটি বড় পরীক্ষা অপেক্ষা করছে-দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ। যা ২৮ থেকে ৩১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।
দলটির স্কোয়াডে যেমন আছেন অভিজ্ঞ মুখ সোহান, আফিফ, ইয়াসির আলী, তেমনি নতুনদের মধ্যে আছে প্রতিশ্রুতিশীল পেসার রিপন মন্ডল, স্পিনার রাকিবুল হাসান এবং ব্যাটার জিসান আলম।
Discussion about this post