২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজটি তিন জাতির টুর্নামেন্টে রূপ পেতে পারে, যেখানে তৃতীয় দল হিসেবে যুক্ত হতে পারে বাংলাদেশ।
ক্রিকেট অস্ট্রেলিয়া বরাবরই উপমহাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টগুলোর আগে এখানকার কন্ডিশনে প্রস্তুতি সিরিজ খেলার কৌশল নেয়। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় সফর করেছিল তারা। এবারও একই কৌশলের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের আগে ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে রাজি হয়েছে অজিরা।
পিসিবির পরিকল্পনায় আছে সাত ম্যাচের একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। এই সিরিজের মাধ্যমে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও কৌশল পরখ করে নিতে পারবে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে যে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে, তাতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও মজবুত হয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়েই সিরিজে বাংলাদেশকে যুক্ত করতে চান পিসিবি চেয়ারম্যান এবং এসিসি সভাপতি মহসিন নাকভি। তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসির বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করছেন। এই সফরেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সিরিজ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তান আরও একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে এশিয়া কাপের আগে। সেখানে প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে। আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ নিশ্চিত করেছেন, আগস্টে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হতে পারে, যেখানে তৃতীয় দল হিসেবে আরব আমিরাতকে যুক্ত করার পরিকল্পনা আছে।
Discussion about this post