পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ শুক্রবার অনুশীলনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের অনুশীলন নির্ধারিত থাকলেও শ্রীলঙ্কা সফর থেকে ফেরা ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ দিতেই অনুশীলন স্থগিত করা হয়।
শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে গতকাল দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমসহ বেশিরভাগ ক্রিকেটার। তবে সিরিজজয়ী টি-টোয়েন্টি দলের সদস্য শামীম হোসেন ও শেখ মেহেদী হাসান ফিরেছেন আজ। তাঁদের সঙ্গেই ফিরেছেন দলের কোচিং স্টাফরাও। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ চাইলে স্বেচ্ছায় ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন।
সে সুযোগ কাজে লাগিয়েছেন ওপেনার নাঈম শেখ। দলীয় অনুশীলন না থাকলেও তিনি ব্যক্তিগতভাবে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে হাজির হন। থ্রোয়ারদের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেন তিনি এবং মারেন বেশ কিছু বড় শট। শ্রীলঙ্কা সিরিজে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নাঈম, যেখানে তিনি ৪ নম্বরে নেমে ২৯ বলে করেছিলেন ৩২ রান। এরপর আর একাদশে জায়গা হয়নি তাঁর।
এদিকে সফরকারী পাকিস্তান দল সিরিজের প্রস্তুতি শুরু করেছে আজই। তারা মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছে বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশ দলের পরবর্তী দলীয় অনুশীলন শুরু হবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায়। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিই অনুষ্ঠিত হবে মিরপুরে-২১, ২২ এবং ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ ম্যাচে ৮ উইকেটের জয় দিয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় টাইগাররা।
Discussion about this post