প্রথম ম্যাচে হতাশাজনক হার। সমালোচনায় বিদ্ধ ব্যাটিং লাইনআপ। সেই জায়গা থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তন করল বাংলাদেশ। ডাম্বুলার মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাসের ব্যাটিং ও রিশাদ হোসেনের স্পিন ঘূর্ণিতে ৮৩ রানের বিশাল জয় তুলে নিল টাইগাররা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারী বাংলাদেশ দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হলেও ধৈর্য ধরে খেললেন লিটন। ফর্মে ফিরেই খেললেন ৭৬ রানের অনবদ্য ইনিংস। তাঁর ৫০ বলের এই ইনিংসে ছিল ৫টি বিশাল ছক্কা। অপরদিকে, তরুণ শামীম হোসেন ঝড়ো ব্যাটিংয়ে যোগ করেন ৪৮ রান। তাদের দুজনের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ১৭৭ রান।
রান তাড়া করতে নেমে একপ্রকার ছত্রভঙ্গ হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। শুরুতেই শরিফুল ও সাইফউদ্দিন মিলে কাঁপিয়ে দেন শ্রীলঙ্কার টপ অর্ডার। এরপর রিশাদ হোসেন এসে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে।
এই জয় বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম বড় জয়। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এটি সবচেয়ে বড় রানের ব্যবধানের জয়। লঙ্কানদের ঘরের মাঠে এটিই তাদের সবচেয়ে কম রান এবং প্রথমবার একশর নিচে অলআউট হওয়া।
ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন কুমার দাস।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১; বিনুরা ৩/৩১)। শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিশাঙ্কা ৩২, শানাকা ২০; রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফুদ্দিন ২/২১)
ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী
Discussion about this post