রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ভারত সিরিজের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।
তবে সময় যত গড়াচ্ছে, তার ফেরাকে ঘিরে আলোচনাও ততই বাড়ছে। প্রায় নিয়মিতভাবেই সাকিবকে নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন বিসিবির কর্মকর্তারা। এ বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগেই জানিয়েছেন, সাকিবের ফেরার বিষয়টি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।
আজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও দিয়েছেন পরিষ্কার বার্তা, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা।’
তিনি আরও জানান, নতুন বোর্ড সভাপতি সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর। এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘আগে কীভাবে চলত জানি না, কিন্তু এখন সব দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের ওপর। তারা নিশ্চয়ই বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।’
সাকিব বর্তমানে খেলছেন গ্লোবাল সুপার লিগে, দুবাই ক্যাপিটালসের হয়ে। সেখানে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে ৪ উইকেট নিয়ে আবারও আলোচনায় এসেছেন। তার এমন পারফরম্যান্সই বোর্ডকে ভাবাতে বাধ্য করেছে।
Discussion about this post