টেস্ট ৫দিন টিকে থাকলে শুক্রবার মাঠেই থাকার কথা ছিল মুশফিকুর রহীমদের। কিন্তু চারদিনেই শেষ বাংলাদেশ। তাই বলে ইনিংস হারের সেই যন্ত্রণা নিয়ে হোটেলে বসে থাকেনি ক্রিকেটাররা। শুক্রবার সকালেই কোচ শেন জার্গেনসন পুরো দল নিয়ে অনুশীলনে হাজির।
অনুশীলন পর্ব পরিচালনা করলেন কোচ শেন জার্গেনসন। হতাশ হলেও চট্রগ্রামে দ্বিতীয় টেস্টে ভাল করার ব্যাপারে আশাবাদী তিনি। বললেন, ’দেখুন ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে। আমার মাথায় এখন মাত্র নয় মাস আগের স্মৃতি। ২০১৩ সালের এপ্রিল মাসে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে ব্যর্থ হলেও পরে দাপটে ফিরে এসেছিলাম। আশা করছি এবার তেমনটাই হবে।’
জার্গেনসেন অবশ্য সাকিব আল হাসান ও আল আমিনের নৈপুন্যে খুশি। বললেন, ‘সাকিব ব্যাট ও বল হাতে নিজের মান দেখিয়েছে। তরুণ আল আমিন প্রতি স্পেলেই ভালো বল করেছে।’
কিন্তু কোচ চাইছেন চট্রগ্রামে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টেস্টে পুরো দলটাই ঘুরে দাড়াবে।
ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ২৪৮ রানের বড় ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।
Discussion about this post