পাল্লেকেলের মাঠে আজ অলিখিত ফাইনাল। কারণ, এইর ম্যাচে জয় মানেই সিরিজ, হার মানেই সবকিছু হাতছাড়া। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। আর ব্যাট হাতে তারা দাঁড় করিয়েছে ২৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।
লঙ্কান ব্যাটিংয়ের মূল স্তম্ভ হয়ে দাঁড়ান কুশাল মেন্ডিস। ১১৪ বলে ১২৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার। তার ইনিংসটিকে পূর্ণতা দেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা, যিনি ৬৮ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শুরুতে অবশ্য মাদুশকা (১) ও কামিন্দু (১৬) ব্যর্থ হলেও মেন্ডিস-আসালাঙ্কার ১২৪ রানের জুটি দলকে টেনে তোলে বড় স্কোরের পথে।
বাংলাদেশের বোলারদের কথা বলতেই হয়। ইনিংসের দ্বিতীয়ার্ধে দারুণ কামব্যাক করে টাইগাররা। বিশেষ করে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার গতি রুখে দেন। এক উইকেট করে নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন। ফলে শেষের দিকে ব্যাটিং ধস ঠেকিয়ে শ্রীলঙ্কা থামে ২৮৫ রানে।
এখন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ওয়ানডে ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২৮০ রান তাড়া করে জয় পেয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপে। আজকের ম্যাচে জিততে হলে সেই রেকর্ডকেও ছাড়িয়ে যেতে হবে। একই সঙ্গে এটি হবে পাল্লেকেলের এই মাঠে সর্বোচ্চ চতুর্থ রান তাড়া করে জয়।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭ (নিসাঙ্কা ৩৫, মাদুশকা ১, কুসাল ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮, লিয়ানাগে ১২, ওয়েলালাগে ৬, হাসারাঙ্গা ১৮*, চামিরা ১০*; তাসকিন ১০-০-৫১-২, তানজিম ৬-০-৪১-২, তানভির ১০-০-৬১-১, মুস্তাফিজ ১০-০-৫২-০, মিরাজ ১০-০-৪৮-২, শামীম ৪-০-৩০-১)
Discussion about this post