বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথাবার্তা, আবহ এমনকি শরীরিভাষা-প্রায় সবকিছুতেই ‘যুদ্ধজয়ের’ প্রকাশভঙ্গি স্পষ্ঠ।
দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা থেকে বৃহস্পতিবার সকালে দেশে ফেরার পর বিসিবি সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হলেন। জানালেন-‘দ্বিস্তরের টেস্টে খেলার কোন শঙ্কায় নেই বাংলাদেশ। আইসিসির এবারের বোর্ড সভা থেকে এই নিশ্চয়তা নিয়েই ফিরেছি আমি। শুধু তাই নয়, সামনের দিনে বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে যে কয়টি টেস্ট খেলার কথা রয়েছে-সেগুলোও নিশ্চিত হয়েছে। তাছাড়া ভারত,অস্ট্রেলিয়া,ইংল্যান্ড বিশ্বের শীর্ষ এই টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে বাংলাদেশ পারস্পারিক সমঝোতা আলোচনায় টেস্ট খেলবে।’
আইসিসির এই সভায় যোগ দিতে যাবার আগে বিভিন্ন মিডিয়া প্রকাশিত খবর নিয়ে উস্মা প্রকাশ করেন বিসিবি সভাপতি। শুধু তাই নয়-নিজ বোর্ডের কয়েকজন পরিচালকের বিরুদ্ধেও ক্ষোভ জানান নাজমুল। এই বোর্ড পরিচালকরা বিসিবির সর্বশেষ বোর্ডসভায় বেশকিছু বিষয়ের বিপক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করেছিলেন। তবে বিসিবি সভাপতি জানান-‘না বুঝেই অনেকেই অনেককিছু বলে ফেলেছেন। মিডিয়াও কিছুটা ভুল ব্যাখা করেছে। বাংলাদেশ ক্রিকেটের কোন ক্ষতি হোক সেটা বিসিবি কোনমতোই চাইবে না। আমরা আইসিসির বোর্ড সভায় যোগ দেয়ার আগেই বিসিবির বোর্ড সভা ডেকে নিজেদের অবস্থান কি হবে-সেটা ঠিক করি। এই বোর্ড সভায় আমরা যে প্রস্তাব করি সেটা আইসিসির কাছে আগেই পাঠিয়ে দেয়া হয়েছিল। সেই প্রস্তাবনায় আমরা আইসিসিকে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছিলাম-দ্বিস্তরের টেস্ট পরিকল্পনাকে আমরা কোনমতোই সমর্থন করি না। বাংলাদেশ পুর্ণ টেস্ট মর্যাদার দল হিসেবেই থাকতে চায়। টেস্টে রেলিগেশন পদ্ধতি বা দ্বিস্তরের পরিকল্পনাকে আমরা মানবো না।’
বোর্ডের সেই প্রস্তাবনা বৃহস্পতিবার সাংবাদিকদের পড়ে শোনান বিসিবির পরিচালক মাহবুব আনাম।
বিসিবি সভাপতি আরও জানান-‘আইসিসির এই বোর্ড সভায় বিভিন্ন বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে আমার আলাপ-আলোচনা হয়েছে। আমি বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলার বিষয়ে তাদের প্রতিশ্রুতি আদায় করেছি। এমনকি আমরা এবার টেস্ট খেলতে ভারতেও যাবো। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গেও আমরা নিয়মিত টেস্ট খেলবো।’
কিসের ভিত্তিতে এই আশা করছেন বিসিবি সভাপতি?
উত্তর এল-‘তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। তারা আসবে। আমরাও যাবো।’
Discussion about this post