এক সময় যেই দলকে উপমহাদেশের টার্নিং উইকেটে স্পিন নির্ভর বলে মনে করা হতো, সেই বাংলাদেশ এখন পেস আক্রমণের দিক দিয়েও নজর কাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে শক্তিশালী পেস ইউনিট।
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদের মতো তরুণ ও অভিজ্ঞ পেসারদের নিয়ে এখন এক ভিন্ন বাংলাদেশের ছবি ফুটে উঠছে আন্তর্জাতিক ক্রিকেটে। সেই ছবির প্রশংসায় এবার সরব হলেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নতুন কোচ মাইক হেসন।
বাংলাদেশ এখন পেস নির্ভর দলও টি-টোয়েন্টি সিরিজের আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘বাংলাদেশ সবসময়ই চ্যালেঞ্জিং দল। বিশেষ করে নিজেদের কন্ডিশনে। আমি অনেকবার বাংলাদেশ সফর করেছি। তাদের পেসাররা এখন অনেক উন্নতি করেছে। এখন তারা কেবল স্পিনেই নির্ভরশীল নয়। ভালো পেসার রয়েছে, যারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে।’
হেসনের দৃষ্টি পাকিস্তানের ভবিষ্যতের দিকেও এদিকে পাকিস্তান দলে চলছে বড় পরিবর্তন। বিশ্বকাপে ব্যর্থতা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক বিদায়-সবমিলিয়ে হাল ধরতে হয়েছে হেসনকে। বাংলাদেশ সিরিজ দিয়েই তার শুরু, ‘আমরা জানি আমাদের উন্নতির জায়গা কোথায়। দ্রুত গতির ক্রিকেট খেলতে চাই, চাই ব্যাটিং ডেপথ ও বোলিং অপশন। স্কোয়াডে নতুন মুখ থাকবে, তবে তাদের ভূমিকা পরিষ্কার রাখতে হবে।’
বাংলাদেশ সিরিজে দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে হেসনের পরিকল্পনায় আছেন তারা। জানান, ‘তারা স্কোয়াডে নেই মানেই বাদ নয়। উন্নতির জন্য তাদের আরও কাজ করতে হবে, এ বিষয়টি তারা জানে।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২৮ মে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পরের দুটি ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন, একই ভেন্যুতে।
Discussion about this post