বাংলাদেশের ক্রিকেটে এখন আত্মবিশ্লেষণের সময়। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে ভীষণ চাপের মধ্যে পড়েছে দল। এ অবস্থায় পাকিস্তান সিরিজ সামনে রেখে আশাবাদী কণ্ঠে ভরসা ও বাস্তবতা মিলিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
ফাহিমের মতে, বাংলাদেশ দলের পারফরম্যান্সে দীর্ঘদিন ধরেই ঘাটতি রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘অনেক দিন ধরেই ভালো খেলছি না আমরা। হয়তো আমরা প্লেয়ারদের সেভাবে গড়ে তুলতে পারিনি। প্রতিযোগিতামূলক খেলায় আমরা কিছুটা ব্যর্থ হয়েছি।’
নতুন কোচিং স্টাফের অধীনে বাংলাদেশ দল কীভাবে এগোচ্ছে, সে ব্যাপারে কিছুটা সময় চেয়েছেন ফাহিম। তবে একই সঙ্গে মেনে নিয়েছেন, শুধু কোচ বদলালেই সব ঠিক হবে না। দরকার আরও গোছানো ও দায়িত্বশীল প্রয়াস, ‘নতুন কোচিং দল এসেছে, লোকাল একজন কোচও আছে। চেষ্টা করছি নতুনভাবে করার, দেখা যাক।’
আরব আমিরাত সিরিজে কিছু পরীক্ষানিরীক্ষা হলেও সেটা যে ব্যর্থতার অজুহাত নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বরং পাকিস্তান সিরিজে নিজেদের আরও ভালোভাবে মেলে ধরার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, ‘অবশ্যই সম্ভব। পাকিস্তানে আমরা হয়ত আরও সতর্ক হব। বেটার অ্যাপ্লাই করার চেষ্টা করব নিঃসন্দেহে।’
এদিকে পাকিস্তান সিরিজের স্কোয়াডে যুক্ত হওয়া মেহেদী হাসান মিরাজের ব্যাপারে ফাহিম বলেন, ‘মিরাজ সব ফরম্যাটেই পারফর্ম করেছে। আগের কম্বিনেশনে হয়ত জায়গা হয়নি। এখন তার অবদান রাখার সুযোগ আছে বলেই তাকে নেওয়া হয়েছে। পাকিস্তানে অবস্থান করায় কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে, এটাও একটা সুবিধা।’
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজের পরিকল্পনা থাকলেও পিএসএলের সূচি ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে তা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যথাক্রমে ২৮ মে, ৩০ মে ও ১ জুন।
Discussion about this post