পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ছয় মাস পর মাঠে ফিরে মাত্র দুই ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পেলেন তিনি। আর দুটোতেই কীনা সাকিব আল হাসান ফিরেছেন শূন্য রানে। একবার গোল্ডেন ডাক, আরেকবার সেই পুরনো পরিণতি। শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের জয়ে সাকিব অবদান রেখেছেন শুধুই এই ‘ডাক’-এর মাধ্যমে।
এটিই ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম শূন্য রানে আউট হওয়া। ফলাফল? বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে ফেরার রেকর্ড এখন সাকিবের।
এর আগে তালিকায় শীর্ষে ছিলেন সৌম্য সরকার-২৩২ ইনিংসে ৩১ বার শূন্য রানে আউট। সাকিব সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন ৪১০ ইনিংসে। সৌম্য অবশ্য অনেক কম ইনিংসেই কাছাকাছি পৌঁছে গেছেন, যা ভবিষ্যতে রেকর্ড আবার ঘুরে যাওয়ার ইঙ্গিতও দিচ্ছে।
শুধু সাকিব-সৌম্য নয়, ‘ডাক’-এর এই তালিকায় বাংলাদেশের আরও পরিচিত নাম রয়েছে। ইমরুল কায়েস- ২২ বার, তামিম ইকবাল- ২০ বার ও মুশফিকুর রহিম- ১৯ বার।
বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ রয়েছে ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইনের নামে-৪৮ বার। রশিদ খান (৪৫) ও অ্যালেক্স হেলস (৪৪) আছেন এরপরই।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার ‘ডাক’
সাকিব আল হাসান – ৩২ (৪১০ ইনিংস)
সৌম্য সরকার – ৩১ (২৩২ ইনিংস)
ইমরুল কায়েস – ২২ (১৭৪ ইনিংস)
তামিম ইকবাল – ২০ (২৮০ ইনিংস)
মুশফিকুর রহিম – ১৯ (২৬৫ ইনিংস)
Discussion about this post