চোটের কারণে জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। গোড়ালির সমস্যায় জর্জর এই পেসারকে রাখা হয়নি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে। তবে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ত্রোপচার নয়, এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমেই তাসকিনকে প্রস্তুত করা হচ্ছে মাঠে ফেরার জন্য।
তাসকিন দীর্ঘদিন ধরেই ভুগছিলেন গোড়ালির ব্যথায়। সেই ব্যথা নিয়েই খেলছিলেন, কিন্তু ধীরে ধীরে তা বোলিংয়ে প্রভাব ফেলতে শুরু করে। এরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে। গত ২৭ এপ্রিল তিনি যান সেখানে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তাসকিনকে পরীক্ষা করেন-একজন গোড়ালি সার্জন, একজন স্পোর্টস ফিজিও এবং একজন স্পোর্টস চিকিৎসক।
চিকিৎসকদের সম্মিলিত মতামতে সিদ্ধান্ত নেওয়া হয়, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ডা. দেবাশীষ বলেন, ‘তাসকিনের জন্য অস্ত্রোপচার নয়, ধাপে ধাপে পরিচালিত পুনর্বাসনই উপযুক্ত পথ। আমরা তার জন্য একটি নির্দিষ্ট রিহ্যাব পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে সে ধীরে ধীরে ফিটনেস ফিরে পায় এবং চোট পুরোপুরি সেরে ওঠে।’
এই মুহূর্তে বিসিবির তত্ত্বাবধানে পুনর্বাসনের কাজ চলছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে জুনের প্রথম সপ্তাহে রিহ্যাব শেষ হওয়ার কথা, এবং জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজেই তাসকিনকে পাওয়া যেতে পারে দলে।
Discussion about this post