ক্রিকেট মাঠে তার ব্যাট একসময় ছিল প্রতিপক্ষের আতঙ্ক। আজ সেসব স্মৃতি পেছনে ফেলে তামিম ইকবাল দাঁড়িয়েছেন নতুন ভূমিকায়। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর এবার তিনি ক্রীড়া প্রশাসনে গঠনমূলক পরিবর্তনের পক্ষে কথা বলছেন।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তামিম জানান, দেশের ক্রিকেট উন্নয়নের জন্য বোর্ডে সঠিক মানুষদের প্রয়োজন। তামিম বলেন, বোর্ডে কারা আমাদের সিদ্ধান্ত নেয়, কারা আমাদের প্রতিনিধি—এসবের উপর নির্ভর করে আমাদের পারফরম্যান্স। যারা বোর্ডে যাচ্ছেন, তাদের ক্রিকেট সম্পর্কে বোঝাপড়া থাকা জরুরি।’
এ বছরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচন ঘিরে নিজের অবস্থান পরিষ্কার করে তামিম অনুরোধ করেন, যেন জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উঠে আসা, ক্রিকেট বিষয়ে অভিজ্ঞ ও স্বপ্নবাজ মানুষরাই দায়িত্ব পান। তামিম বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা অনুরোধ করতে চাই—যারা ক্রিকেট বোঝেন, উন্নয়ন চান, স্বপ্ন দেখেন, তাদেরকেই বেছে নিন।’
অতীত অভিজ্ঞতা থেকে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘অনেকেই বোর্ডে আসার পর নিজেদের জেলা বা বিভাগকে ভুলে যান। এমনও দেখেছি যে কারও নিজ জেলা বা বিভাগে মানসম্পন্ন একটি লিগও হয় না।’
তামিমের মতে, দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের উন্নয়নে বোর্ড পরিচালকদের জেলা পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করা উচিত। নাহলে তাদের বোর্ডে থাকার প্রয়োজন নেই বলেই মনে করেন তামিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম।
Discussion about this post