চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আজ স্পিন আক্রমণে ম্যাচে ফিরল বাংলাদেশ। দিনের শেষ সেশনে মাত্র ৬৬ রানের মধ্যে ৭ উইকেট তুলে নিয়ে সফরকারী জিম্বাবুয়েকে বড় ধাক্কা দেয় টাইগাররা। টেস্টের প্রথম দিন শেষে সোমবার জিম্বাবুয়ের সংগ্রহ ১ম ইনিংসে ৯ উইকেটে ২২৭ রান।
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য অবস্থায় থাকলেও, শেষ সেশনে দৃশ্যপট বদলে যায়। চা বিরতির পরই ক্র্যাম্পের কারণে নিক ওয়েলচ মাঠ ছাড়লে জিম্বাবুয়ে ছন্দ হারাতে শুরু করে। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি তারা।
প্রথম সাফল্য এনে দেন নাঈম হাসান। অধিনায়ক ক্রেইগ আরভিনকে উইকেটকিপার জাকের আলির হাতে ক্যাচে পরিণত করেন তিনি। ৫ রানে ফিরতে হয় আরভিনকে। কিছুক্ষণ পরই দুর্দান্ত ব্যাট করা শন উইলিয়ামসকেও ফেরান নাঈম, যিনি ৬৭ রানের কার্যকরী ইনিংস খেলেন।
এরপর বাংলাদেশের স্পিন আক্রমণের দায়িত্ব তুলে নেন তাইজুল ইসলাম। পরপর উইকেট তুলে নিয়ে দ্রুত ধস নামান তিনি। ওয়েসলি মাধেভেরে (১৫), ওয়েলিংটন মাসাকাদজা (৬) ও রিকার্ড এনগারাভাকে ফিরিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফাইফার। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে যাওয়া ওয়েলচ ফিরে এসে আবার ব্যাটিংয়ে নামলেও তাকেও বোল্ড করে দেন তাইজুল।
শেষদিকে টাফাডজোয় সিগা (১৮*) ও ব্লেসিং মুজারাবানি (২*) দিন শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকেন। দ্বিতীয় দিন তাদের দ্রুত ফিরিয়ে দিয়ে বড় লিডের লক্ষ্য নিয়েই নামবে বাংলাদেশ।
এর আগে দিনের শুরুটা মোটামুটি ছিল দুই দলের জন্যই। নবাগত পেসার তানজিম হাসান সাকিব নিজের প্রথম টেস্টে ব্রায়ান বেনেটকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন। পরে বাঁহাতি স্পিনার তাইজুল ফেরান বেন কারানকে।
তবে দ্বিতীয় সেশন ছিল পুরোপুরি জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে। কোনো উইকেট না হারিয়ে ৭২ রান যোগ করে তারা। তবে শেষ সেশনে বাংলাদেশ স্পিনারদের ঝড়ে সেই লড়াইটা টেকেনি।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৭/৯ (বেনেট ২১, কারান ২১, ওয়েলচ ৫৪, উইলিয়ামস ৬৭, আরভাইন ৫, মাধেভেরে ১৫, সিগা ১৮*, মাসাকাজদা ৬, এনগারাভা ০, মাসেকেসা ৮, মুজারাবানি ২*; হাসান ১০-৩-২৪-০, তানজিম ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭-৬-৬০-৫, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)
Discussion about this post