জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অনেক প্রত্যাশা নিয়ে। বিশেষ করে নাজমুল হাসান পাপনের দীর্ঘ মেয়াদের পর ক্রিকেটে নতুন যুগের সূচনা হবে এমন আশায় বুক বেঁধেছিল ক্রিকেটপ্রেমীরা। তবে দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যেই সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।
বিপিএলে স্পট ফিক্সিং ইস্যু, বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, এফডিআরের টাকা স্থানান্তর এবং সর্বশেষ প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ও তামিম ইকবালের ওপর চাপ প্রয়োগের মতো ঘটনায় তার নেতৃত্বের দক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
সমালোচনার মাঝেও নিজের ভুলের কথা স্বীকার করে এগিয়ে যাওয়ার সংকল্প দেখিয়েছেন ফারুক আহমেদ। আজ (রোববার) বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। তবে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারবো।’
এই অনুষ্ঠানে তিনি রিমার্ক-হারল্যানের ক্রিকেটে ভূমিকা নিয়েও আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রতিশ্রুতিও দেন।
Discussion about this post