অনেকদিন ধরেই জাতীয় দলে রানখরায় ছিলেন সৌম্য সরকার। সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি বহুবার। কিন্তু তার সামর্থ্য নিয়ে কখনোই সন্দেহ ছিল না-আর সেটা আবারও প্রমাণ করলেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে। আজ বিকেএসপির চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সৌম্য খেলেছেন এক রোমাঞ্চকর ইনিংস—১১২ বলে ১৫৩ রানে অপরাজিত থেকে লিজেন্ডস অব রূপগঞ্জকে পৌঁছে দিয়েছেন পাহাড়সম রানচূড়ায়।
টসে হেরে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ শুরু থেকেই ছিল আগ্রাসী। সাইফ হাসান ও তানজিদ তামিমের উদ্বোধনী জুটিতে আসে ৮১ রান। দুজনেই করেন ৪৩ রান করে। তাদের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন সৌম্য, মেহেদি মারুফ ও আফিফ হোসেন।
সৌম্যর ইনিংসের সূচনা ছিল ধীরগতির, কিন্তু পরিণতিটা ছিল বজ্রঝড়। প্রথম অর্ধশতক করতে লাগে ৫৮ বল, কিন্তু সেঞ্চুরিতে পৌঁছান পরের ৩৪ বলেই। আর ইনিংসের শেষটা ছিল আরও বিস্ফোরক-শুধু ২০ বলেই তুলে নেন অতিরিক্ত ৫৩ রান। তার বিধ্বংসী ইনিংসেই নির্ধারিত ৫০ ওভারে রূপগঞ্জ তোলে ৩ উইকেটে ৩৩৩ রান।
আফিফ হোসেন অপরাজিত থাকেন ৪৯ রানে। তবে দিনের আলো এককভাবে নিজের করে নিয়েছেন সৌম্য সরকার।
Discussion about this post