‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ২০২৫ সংস্করণে বছরের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। এতে ভারতের দুই তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরা ও স্মৃতি মান্ধানা পেয়েছেন বিশেষ স্বীকৃতি। পুরুষদের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন বুমরা এবং নারীদের মধ্যে এই খেতাব পেয়েছেন মান্ধানা।
ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে গড়ের হিসেবে এক অনন্য রেকর্ড গড়েন। টেস্ট ইতিহাসে তিনিই প্রথম বোলার যিনি ২০-এর কম গড়ে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তিনি বছরে মোট ১৩টি টেস্ট খেলে ৭১টি উইকেট নেন।
বুমরা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন-সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ১৮ রানে ২ উইকেট ও পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট ছিল তাঁর নামের পাশে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াতেও ভারতের বোলিং আক্রমণের নেতা ছিলেন।
নারীদের ক্রিকেটে ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। তিনি গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ১৬৫৯ রান করে নারী ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন। এর মধ্যে রয়েছে চারটি শতক। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ১০ উইকেটের জয়ে পৌঁছে দেন।
ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে বছরের ‘লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার’ হিসেবে বেছে নিয়েছে উইজডেন।
উইজডেনের সবচেয়ে পুরোনো সম্মাননা ‘ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ তালিকায় স্থান পেয়েছেন পাঁচজন। তাদের মধ্যে সারের তিনজন-গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ ও ড্যান ওরাল। বাকি দুজন হলেন হ্যাম্পশায়ারের অলরাউন্ডার লিয়াম ডসন ও ইংল্যান্ড নারী দলের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন।
ড্যান ওরাল এই মৌসুমে ১১ ম্যাচে ১৬.১৫ গড়ে ৫২ উইকেট নেন। অ্যাটকিনসন তাঁর অভিষেক টেস্টেই ১২ উইকেট ও পরে একটি হ্যাটট্রিকসহ পুরো বছরজুড়ে ৫২ উইকেট শিকার করেন। ডসন কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯৫৬ রান ও ৫৪ উইকেট নিয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দেন।
মিচেল স্যান্টনার পেয়েছেন ‘উইজডেন ট্রফি’, ভারতের বিপক্ষে পুনেতে এক ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজে জয় এনে দেওয়ার জন্য। জেমস অ্যান্ডারসন পেয়েছেন বিশেষ সম্মাননা—১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে।
১৬১ বছর ধরে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক বের হচ্ছে, এমনকি বিশ্বযুদ্ধকালেও এটি থেমে যায়নি।
একনজরে-
লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড (পুরুষ): যশপ্রীত বুমরা (ভারত)
অর্জন: ২০২৪ সালে ১৩ টেস্টে ৭১ উইকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ উইকেট (ফাইনালে ২ উইকেট)।
লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড (নারী): স্মৃতি মান্ধানা (ভারত)
রেকর্ড: ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ১,৬৫৯ রান (৪ সেঞ্চুরি), নারীদের মধ্যে সর্বোচ্চ রানের বার্ষিক রেকর্ড।
লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
বর্ষসেরা পাঁচ ক্রিকেটার
উইজডেনের ঐতিহ্যবাহী ক্রিকেটার্স অব দ্য ইয়ার তালিকায় জায়গা পেয়েছেন
গাস অ্যাটকিনসন (সারে/ইংল্যান্ড): টেস্টে ৫২ উইকেট, হ্যাটট্রিকসহ।
জেমি স্মিথ (সারে): কাউন্টি ক্রিকেটে অবিস্মরণীয় পারফরম্যান্স।
ড্যান ওরাল (সারে/ইংল্যান্ড): ৫২ উইকেটে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়।
লিয়াম ডসন (হ্যাম্পশায়ার): ৫৪ উইকেট ও ৯৫৬ রানের অলরাউন্ড নৈপুণ্য।
সোফি একলেস্টন (ইংল্যান্ড নারী দল): ২৬ উইকেটে টি-টোয়েন্টি ডোমিনেন্স।
বর্ষসেরা পারফরম্যান্স
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড): পুনেতে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে সিরিজ হোয়াইটওয়াশ।
ঐতিহাসিকতা: ২০১২ সালের পর ভারতে ভারতের প্রথম সিরিজ হার।
সম্মাননা
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): অবসর গ্রহণের পর বিশেষ শ্রদ্ধাঞ্জলি।
ডেরেক আন্ডারউড ও গ্রাহাম থর্প (ইংল্যান্ড): মরণোত্তর সম্মাননা।
Discussion about this post