সিলেটে মাঠে চলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আজ তৃতীয় দিনে খেলা শুরুর কথা থাকলেও বাধ সাধল প্রকৃতি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা তৈরি হয়নি বহুক্ষণ ধরে।
আগের দুই দিনে আলোকস্বল্পতায় সময় নষ্ট হওয়ায় তৃতীয় দিনের খেলা এগিয়ে এনে সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু করার পরিকল্পনা ছিল ম্যাচ অফিসিয়ালদের। কিন্তু আবহাওয়ার কারণে মাঠে নামা তো দূরের কথা, নির্ধারিত সময়ে কোনো দলই মাঠেই পৌঁছায়নি। দু’দলই মাঠে আসে সকাল ১০টার দিকে, তখনো বৃষ্টি থামেনি।
যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থামে, কিন্তু মাঠ প্রস্তুত না থাকায় দুপুর ১২টাতেও খেলা শুরু করা সম্ভব হয়নি। দুই দলের খেলোয়াড়েরা তখনও ড্রেসিংরুমেই অপেক্ষায় সময় কাটান। সব ঠিক থাকলে দুপুর ১টায় দিনের খেলা শুরু হবে।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রানে। তারা এখনো পিছিয়ে ২৫ রানে। ক্রিজে মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ২৮ রানে এবং মুমিনুল হক ১৫ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছিল মাত্র ১৯১ রানে। মুমিনুলের ৫৬ ও অধিনায়ক শান্তর ৪০ ছাড়া উল্লেখযোগ্য স্কোর ছিল না কারও। জিম্বাবুয়ে জবাবে ২৭৩ রান করে নেয় লিড ৮২ রানের।
ব্রায়ান বেনেটের ৫৭ এবং শন উইলিয়ামসের ৫৯ রানের ইনিংস জিম্বাবুয়েকে লিড এনে দিতে সাহায্য করে। শেষ দিকে এনগারাভা (২৮) ও মুজারাবানির (১৭) ছোট অথচ কার্যকর ইনিংস ব্যবধান বাড়িয়ে দেয়। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম দ্রুত ফেরেন। এরপর জয় ও মুমিনুল লড়াই করে পথ দেখান।
Discussion about this post