ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে রোববার ছিল সেঞ্চুরি, বৃষ্টি, উত্তেজনা আর পয়েন্ট টেবিলের নড়াচড়া। তিন ভিন্ন ভেন্যুতে মাঠে গড়ানো প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে টেবিলের শীর্ষ তিন দল-আবাহনী, মোহামেডান এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর এই দিনে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন এনামুল হক বিজয়, যিনি স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ছুঁলেন ৫০ সেঞ্চুরির মাইলফলক।
মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর হয়ে জয়ের নায়ক ওপেনার পারভেজ হোসেন ইমন। লিগে এটি ছিল তার সপ্তম ৫০ ছাড়ানো ইনিংস। ৭০ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংসে ভর করে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৭৮ রান তোলে আবাহনী। এরপর গুলশানকে ২২৮ রানে গুটিয়ে দিয়ে ৫০ রানের জয় তুলে নেয় দলটি। গুলশানের পক্ষে সবচেয়ে বড় ইনিংসটি আসে নিহাদউজ্জামানের ব্যাটে, তিনি করেন ৮২ রান। ১৩ ম্যাচে এটি ছিল আবাহনীর ১১তম জয়, যার সুবাদে তাদের পয়েন্ট দাঁড়ায় ২২।
বিকেএসপিতে আগের ম্যাচের হারের ধাক্কা ভুলে মোহামেডান ঘুরে দাঁড়ায় দুর্দান্তভাবে। অগ্রণী ব্যাংকের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে তারা জয় পায় ৭ উইকেটে। রান তাড়ায় মোহামেডান পেয়েছে রাজকীয় শুরু, যেখানে রনি তালুকদার ও আনিসুল ইসলাম মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ১৯৯ রান। শতরান পূর্ণ করেই ক্র্যাম্পে মাঠ ছাড়েন রনি, তার ১০০ বলে ১২২ রানের ইনিংস সাজানো ছিল ১০ চার ও ৫ ছক্কায়। অপরদিকে, আনিসুল করেন ৭৫ রান। এর আগে অগ্রণীর হয়ে ইমরুল কায়েস সর্বোচ্চ ৪১ রান করলেও মোহামেডানের বোলার সাইফউদ্দিন ছিলেন দুর্দান্ত, ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট।
দিনের সবচেয়ে আলো ছড়ানো ইনিংসটি এসেছিল বিকেএসপির আরেক মাঠে, গাজী গ্রুপ অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। ১০৫ বলে ১১০ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন ২ ওভার হাতে রেখে জয়। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি ছুঁলেন ব্যক্তিগত ৫০ সেঞ্চুরির অসাধারণ মাইলফলক। আগে ব্যাট করে লিজেন্ডস অব রূপগঞ্জ তুলেছিল ২২৩ রান, যেখানে সাইফ হাসান ও তানজিদ হাসান উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০১ রান। তবে গাজী গ্রুপের শেখ পারভেজ ৫ উইকেট শিকার করে রূপগঞ্জের মাঝপথে ছন্দ ভেঙে দেন। বৃষ্টির কারণে লক্ষ্য নির্ধারিত হয় ৪৩ ওভারে, আর তাতে স্বস্তিতে জয়ের বন্দরে পৌঁছায় গাজী।
এই জয়ে পয়েন্ট টেবিলের চিত্র আরও স্পষ্ট হলো-১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী, তার ঠিক পেছনে ২০ পয়েন্ট নিয়ে মোহামেডান, আর ১৮ পয়েন্ট নিয়ে তিনে গাজী গ্রুপ।
Discussion about this post