ক্রিকেট এমন এক খেলা, যেখানে শেষ বল পর্যন্ত কিছুই বলা যায় না। কিন্তু আজকের দিনটা একেবারেই সিনেমার মতো! ওয়েস্ট ইন্ডিজের জয়ের উল্লাসের মাঝেই লুকিয়ে ছিল হতাশার দীর্ঘশ্বাস। আর বাংলাদেশ? তারা হাসলো-বিশ্বকাপ টিকিট হাতে নিয়েই।
বিশ্বকাপ বাছাইয়ের শেষ দিনে হিসাবটা ছিল বেশ জটিল। ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণ ছিল এমন-থাইল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য পেরোতে হবে ১০ ওভারের মধ্যেই! কিংবা ১১ ওভারে করতে হবে ১৭২। নয়তো বাদ। জয় পেলেও কিছু আসবে না।
সেই অসম্ভবকে সম্ভব করতে তারা মরিয়া। এক পর্যায়ে জয়ের কাছাকাছি গিয়েও রান রেটের গ্যাঁড়াকলে আটকে যায় তাদের বিশ্বকাপ স্বপ্ন। শেষ ওভারে দরকার ১৩ রান। শেষ দুই বলে চার আর ছয় চাই। প্রথম বলেই ছক্কা! কিন্তু তাতেই শেষ! শেষ বলেই জিতল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু বিশ্বকাপ হাতছাড়া।
ব্যাটিংয়ে নেমে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল থাইল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১৬৬ রানের সংগ্রহ এনে দেন নাথাকান ছানথাম (৬৬ রান)। এই সংগ্রহটাই হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য বদলানো ‘নাম্বার’।
নিগার সুলতানার দল নিজেদের শেষ দুটি ম্যাচে হারায় বিশ্বকাপের সম্ভাবনা ঝুলে গিয়েছিল অনিশ্চয়তায়। তবু শুরুতে টানা তিন জয়ে তারা যে ভিত্তিটা গড়ে রেখেছিল, তা-ই কাজে লেগে গেল আজ। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের রান রেট দাঁড়ায় +০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১০ ওভারের মধ্যেই জয় পেতে-তাহলেই তারা টপকে যেত নিগারদের দলকে। কিন্তু ১১তম ওভারের শেষ বলে জয় এলেও, রান রেট মাত্র +০.৬৩ -সামান্য ব্যবধানে পিছিয়ে!
চলতি বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেল নিগার সুলতানাদের।
Discussion about this post