আরও একবার হোঁচট খেল বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করে টানা তিন জয় তুলে ছিল টাইগ্রেসরা। কিন্তু শেষটাতে এসে ব্যর্থতায় ধুঁকতে হচ্ছে নিগার সুলতানাদের। আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারের পর এখন বিশ্বকাপের টিকিটের জন্য অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।
আজ লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৮ রান। লক্ষ্য ছিল মাঝারি, কিন্তু তা-ও ধরে রাখতে পারেননি টাইগ্রেসরা। জবাবে ৩ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় স্বাগতিক পাকিস্তান।
প্রথম ওভারেই মারুফা আক্তার দেন সাফল্য, ফিরিয়ে দেন সাওয়াল জুলফিকারকে। কিন্তু এরপর বাংলাদেশের বোলারদের বাগে আনেননি মুনেবা আলি (৬৯) ও আলিয়া রিয়াজ (৫২*)। তাদের দৃঢ়তায় মাত্র ৩৯.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। ফারজানা হক ও নিগার সুলতানা ফিরেন দ্রুত। দলীয় ১০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর রিতু মনি (৪৮) ও ফাহিমা খাতুন (৪৪) চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষদিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৭৮ রানের বেশি যেতে পারেনি।
পাকিস্তান ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়, তবে শঙ্কা রয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ যদি আজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারায়, তবে রান রেটের হিসেবে বাংলাদেশকে টপকে যেতে পারে তারা। বাংলাদেশের রান রেট +১.০৩৩ আর ওয়েস্ট ইন্ডিজের রান রেট –০.২৮৩।
সমান পয়েন্ট হলেও রান রেট ঠিক রাখতে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে অনেক বড় ব্যবধানে। থাইল্যান্ড যদি জয় পায়, তাহলে সরাসরি বিশ্বকাপের টিকিট বাংলাদেশের হাতে চলে আসবে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ১৭৮/৯ (রিতু মনি ৪৮, ফাহিমা ৪৪; ফাহিম সানা ৩ উইকেট)
পাকিস্তান: ৩৯.৪ ওভারে ১৮১/৩ (মুনেবা ৬৯, আলিয়া ৫২*)
ফল: পাকিস্তান জয়ী ৭ উইকেটে
Discussion about this post