বিশ্বকাপ বাছাইপর্বে আজ শনিবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নারী দল বড় স্কোর গড়তে পারল না। লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৭৮ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
দিনের শুরুটা হয় হতাশায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফেরেন ফারজানা হক। চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও দাঁড়াতে পারেননি, ফেরেন মাত্র ১ রানে। ১০ রানের মধ্যেই ২ উইকেট হারানো বাংলাদেশকে তখন টেনে তোলেন রিতু মনি।
৭৬ বল খেলে ৫ চারসহ ৪৮ রানের লড়াকু ইনিংস উপহার দেন তিনি। অপরপ্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন ফাহিমা খাতুন, যিনি ৪৪ রান করেন ৫৩ বলে। তবে এ দুজন ছাড়া আর কেউ দাঁড়াতে না পারায় স্কোর আটকে যায় মাত্র ১৭৮ রানে।
বাংলাদেশ যদি সরাসরি বিশ্বকাপে খেলতে চায় তাহলে এই পুঁজি নিয়ে জয় জরুরী। হারলে তাহলে তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের দিকে।
বর্তমানে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। তবে রান রেটে এগিয়ে আছে নিগাররা-বাংলাদেশের +১.০৩৩, ক্যারিবীয়দের –০.২৮৩।
যদি থাইল্যান্ড জিতে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তাহলে সরাসরি বিশ্বকাপে যাবে বাংলাদেশ। যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তবে দেখা হবে কার রান রেট ভালো। সে ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে অনেক বড় ব্যবধানে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে।
Discussion about this post