ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। শুক্রবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৯ রানে হারিয়ে লিগে টিকে থাকার সম্ভাবনা জাগিয়েছে দলটি। ম্যাচের নায়ক রুবেল মিয়া, ক্যারিয়ারের প্রথম শতকে ভর করে দলকে এনে দেন জয়ের সোনালি সম্ভাবনা।
২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেও শেষ রক্ষা করতে পারেনি শাইনপুকুর। দারুণ একটি জুটি গড়ে দলের ভিত গড়ে দিয়েছিলেন রায়ান রাফসান রহমান ও শাহরিয়ার সাকিব। কিন্তু জুটিটি ভাঙার পর যেন ধস নামে। মাত্র ৪৪ রানের ব্যবধানে হারায় শেষ ৭ উইকেট।
টানা ১১ ম্যাচে হারল শাইনপুকুর, যাদের অবনমন আগেই নিশ্চিত হয়েছে। অপরদিকে, পারটেক্সের পয়েন্ট দাঁড়াল ৮, ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে লিগে থাকা।
টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনার হারিয়ে ধুঁকছিল পারটেক্স। সেখান থেকে তৃতীয় উইকেটে রুবেল মিয়া ও মোহাম্মদ রাকিব গড়েন ১৫২ রানের জুটি। রাকিব ৪৭ রানে ফিরলেও রুবেল থামেননি। ১১৯ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংসে তুলে নেন নিজের প্রথম সেঞ্চুরি। আহরার আমিন (৩৭) ও সাব্বির রহমানের (১৫ বলে ২৭) গুরুত্বপূর্ণ অবদান মিলিয়ে দল দাঁড়ায় ২৬৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ওপেনার মইনুল ইসলাম। ২৭ বলে করেন ৪৫ রান। এরপর রাফসান ও সাকিব চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। রাফসান করেন ৫৯, সাকিব করেন ৪৯। কিন্তু এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শাইনপুকুর। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৪৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। পারটেক্সের হয়ে ইয়াসিন ও আলাউদ্দিন শিকারে পরিণত করেন প্রতিপক্ষ ব্যাটারদের। দুজনই নেন ৩টি করে উইকেট।
Discussion about this post