ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের দাপট দেখা গেছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার এনামুল হক বিজয় দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন। অন্যদিকে, পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
এনামুলের ব্যাটে গাজী গ্রুপের দাপুটে জয়
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়। তার অপরাজিত ১৪৪ রানের ইনিংসে ভর করে গাজী গ্রুপ ৪ উইকেটের জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
টসে জিতে ব্যাট করতে নেমে গুলশান ক্রিকেট ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ২৮১ রান সংগ্রহ করে। দলের ওপেনার আজিজুল হাকিম ৭৬ বলে ৫৩ রান করেন। অন্যদিকে, লিটন দাস ঝড় তুললেও সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ৬২ বলে ৭ ছক্কা ও ৫ চারে ৮৩ রান করেন এই ওপেনার।
২৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দৃঢ়তা দেখান এনামুল হক। ১৪২ বলে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। তাকে সঙ্গ দেন সাদিকুর রহমান, যিনি ৪০ বলে ৪৫ রান করেন। ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ।
এই জয়ে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে গাজী গ্রুপ। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয় নিয়ে ৭ নম্বরে রয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
পারটেক্সকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের দারুণ জয়
রোমাঞ্চকর আগের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। তবে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়াই করেও ২৯ রানে হেরে গেছে তারা।
বিকেএসপিতে টসে জিতে প্রথমে ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে ৫১ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন জাহিদুজ্জামান। সোহাগ গাজী ৪৬ বলে ৪২ রান করেন। পারটেক্সের হয়ে দুইটি করে উইকেট নেন মোহর শেখ, তানভীর হোসেন ও জাওয়াদ রোয়েন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারটেক্সের ব্যাটসম্যানরা শুরু থেকেই ধুঁকতে থাকেন। ওপেনার আহরার আমিন ৮৯ বলে ৫৬ রান করলেও অন্যরা সেভাবে অবদান রাখতে পারেননি। শেষদিকে অলরাউন্ডার আলাউদ্দিন বাবু লড়াই করেন, ৪৬ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু তা যথেষ্ট হয়নি, ৪৮.১ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় পারটেক্স।
ব্রাদার্স ইউনিয়নের বোলার জায়েদ উল্লাহ ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। তার দারুণ বোলিংয়েই জয় নিশ্চিত হয় ব্রাদার্স ইউনিয়নের।
Discussion about this post