ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপা জেতার মিশন নিয়ে মাঠে নেমেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই মিশনে চলতি লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই বোলাররা দেখালেন দাপট। প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে তারা অল আউট করল মাত্র ৯৩ রানে।
বিকেএসপি ৩ নম্বর গ্রাউন্ডে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক আকবর আলি প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন। তার ওই সিদ্ধান্ত যৌক্তিক করে তুলেন বোলাররা। তাদের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা।
আজ মঙ্গলবার সকালে বল হাতে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ তছনছ করে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। সবচেয়ে বেশি সফল জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। তার বোলিং ফিগারটা ছিল এরকম ১০-৩-১৪-৪! বিস্ময়কর বোলিং ফিগার। আরেক পেসার তানজিম সাকিব ২৫ রানে নেন ১ উইকেট। তানভীর ইসলাম ১০ ওভারে ২৩ রানে তুলেন ৩ উইকেট।
প্রতিপক্ষের অধিনায়ক এনামুল হক বিজয়কে শুন্য রানে ফিরিয়ে মিশন শুরু করেন শরিফুল। তারপর বোলিং তোপে চোখে শর্ষে ফুল দেখতে থাকে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। সেই ধাক্কা আর সামলে ওঠা হয়নি!
এক পর্যায়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪ রান তুলতেই হারায় ৬ উইকেট। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা। এরপর তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিক কিছুটা সময় লড়াই করেন। তাদের জুটিতে ৫০ পেরোয় গাজী গ্রুপ। তোফায়েলকে (২৪) বোল্ড আউট করে জুটি ভাঙেন তানভীর। এরপর ওয়াসিকেও (১৮) ফেরান তিনি।
শেষে আব্দুল গাফফার সাকলায়েন (২৬) দৃঢ়তা দেখালে ১০০ রানের কাছাকাছি যায় গাজী গ্রুপ! শেষ অব্দি থামে ৩৮.৫ ওভারে ৯৩ রানে।
Discussion about this post