কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর করে এসেছে বাংলাদেশ দল। যেখানে টেস্ট সিরিজে ড্র আর টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বস্তি নিয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরা। এবার তাদের পথ ধরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
১৯ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশ নারী দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এটিই বাংলাদেশ নারী দলের প্রথম ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সফর। প্রথমবারই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। প্রতিটি ম্যাচ সেন্ট কিটসের বেসেটেরের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।
এই দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল। তাকে জায়গা করে দিতে বাদ পড়লেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি। ওয়ানডেতে ফিরেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। ওয়ানডে দলের নিয়মিত মুখ ফারজানা হক আছেন টি-টোয়েন্টি দলে। আর ছুটি নিয়ে অভিজ্ঞ পেসার জাহানারা আলম এখন আছেন অস্ট্রেলিয়ায়। তিনিও নেই দলে।
মারুফা আক্তার ও সুলতানা খাতুন ফিরেছেন উইন্ডিজ সফরের দলে। সামনের সিরিজে অন্তত একটি ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডের সমান ২১ পয়েন্ট হবে বাংলাদেশের। বাকি দুই ম্যাচে এক পয়েন্ট পেলেও নিগার সুলতানা জ্যোতির দল পাবে বিশ্বকাপ টিকেট।
বাংলাদেশ দল ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে। বিশ্রাম ও প্রস্তুতি সেরে ওয়ানডে ম্যাচগুলি মাঠে গড়াবে ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক লড়বে দুই দল।
বাংলাদেশ দল-
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার ও মারুফা কাতার।
ওয়ানডেতে ফিরলেন: লতা মন্ডল ও ফারিহা ইসলাম
ওয়ানডে থেকে বাদ: জাহানারা আলম, রিতু মনি
টি-টোয়েন্টিতে ফিরলেন: মারুফা আক্তার, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক
টি-টোয়েন্টি থেকে বাদ: রিতু মনি, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস
Discussion about this post