নারী ক্রিকেটে দারুণ এক খবর। প্রথমবারের মতো শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। সুপার ফোরে আজ শুক্রবার নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপের ফাইনালে উঠেছে জুনিয়র টাইগ্রেসরা।
আজ শুক্রবার কুয়ালালামপুরে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। রোববার শিরোপা ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
আজ বৃষ্টিতে ১১ ওভারে নেমে আসে ম্যাচ। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ৫৪ রানে আটকে যায নেপাল। এরপর জবাবে নেমে বাংলাদেশ ৯.৫ ওভারেই জয়ের বন্দরে পা রাখে।
দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভার হাত ধরেই জয়ের পথ খুঁজে পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৭.২ ওভারে ৪৬ রান করেন দু’জন। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে থাকা অবস্থায় ফিরে যান ইভা। ২১ বলে এক ছক্কায় তুলেন ১৮ রান।
সুমাইয়া আক্তার সুবর্ণা ৬ বলে ২ চারে ১০ রান করেন। ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন দলকে জিতিয়ে।
নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ভারত।
ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ফাইনালে উঠল টাইগ্রেসরা।
সংক্ষিপ্ত স্কোর-
নেপাল অনূর্ধ্ব-১৯: ১১ ওভারে ৫৪/৮ (পারভিন ৪, ধামি ১১, মাহাতো ৯, পাখরিন ২, মারাসিনি ৫, সিমানা ৩, ইয়াদাভ ৮, বিশ্বকর্মা ৪*, কুসুম ৩; ফারজানা ৩-০-১৩-১, আনিসা ২-০-১০-১, ফাহমিদা ২-০-১৪-১, হাবিবা ২-০-১১-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৯.৫ ওভারে ৫৮/১ (ফাহমিদা ২৬*, ঈভা ১৮, সুমাইয়া ১০*; কুসুম ১.৫-০১২-১)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফাহমিদা ছোঁয়া
Discussion about this post