বিদায়ী ম্যাচ খেলতে নেমে সবার অভ্যর্থনায় সিক্ত হলেন ইমরুল কায়েস। আজ প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন তিনি। জাতীয় লিগে ঢাকা–খুলনা ম্যাচ দিয়ে শেষ হবে তার সাদা পোশাকের ক্রিকেট অধ্যায়। আর এই ম্যাচে পেলেন সম্মাননা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের লাঞ্চ বিরতির পর খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষ থেকে ইমরুল কায়েসকে সম্মাননা জানানো হয়। তখন মাঠে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তার ওপেনিং সঙ্গী তামিম ইকবাল।
১৭ বছর খেলার পর ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার জার্সিতেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইমরুল। বিদায় বেলায় দুই পাশে দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে। ক্রেস্ট তুলে দেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুনরা।
কলকাতার ইডেন গার্ডেন্সে ২০১৯ সালে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টই তার শেষ ম্যাচ হয়ে থাকল। ওই টেস্টের পর আর জাতীয় দলে ডাক মেলেনি। যদিও তারপর খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে। পাঁচ বছর অপেক্ষা শেষে এবার গুডবাই বলে দিলেন।
২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয় তার। ২০০৮ সালের নভেম্বরে টেস্ট অভিষেক। এই ফরম্যাটে ৩৯ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে তুলেছেন ১৭৯৭ রান। ক্যারিয়ার সেরা ১৫০ রান, চট্টগ্রামে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৩৪ গড়ে করেছেন ৭৯৩০ রান। হাঁকিয়েছেন ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি।
Discussion about this post