অবিশ্বাস্য! ঠিক তাই, ঘরের মাঠে ভারত খেলল অথচ তারা ধবলধোলাই!
অথচ নিজেদের মাঠে সব সময়ই শক্তিশালী তারা। সেই অজেয় হয়ে ওঠা ভারতকেই কীনা এবার মাটিতে নামিয়ে আনল নিউজিল্যান্ড।
শেষ ১৮ সিরিজে দেশের মাটিতে হারেনি তারা। এবার তাদেরই সর্বনাশ করল কিউইরা। মুম্বাইয়ে শেষ টেস্টে দলটার লক্ষ্য ছিল হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো, কিন্তু পারল না ভারত।
আজ রোববার ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২১ রান তুলেই অলআউট রোহিত শর্মার দল। ২৬ রানে ম্যাচ জিতে নিউজিল্যান্ড ভারতের মাটিতে সিরিজটা শেষ করল ৩-০ ব্যবধানে। ২০০০ সালের পর প্রথম বারের মতো ঘরের মাটিতে কোনো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত। মানে ২৪ বছর পর হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল তারা।
মুম্বাই টেস্টে রোমাঞ্চকর একটা জয় পেতে পারতো ভারত। নিউজিল্যান্ড লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাত্র ১৪৭। কিন্তু উইকেটে ব্যাটার রিশব পান্ত লড়ছিলেন। কিন্তু তাকে থামিয়ে সিরিজ জিতল তারা। দেশের মাঠে তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশড হলো ভারত।
এই টেস্টে ১১ উইকেট নিয়ে এই জয়ের নায়ক এজাজ প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৩৫/১০
ভারত ১ম ইনিংস: ২৬৩/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ১৭৪/১০
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৭) ২৯.১ ওভার ১২১/১০ (জয়সওয়াল ৫, রোহিত ১১, গিল ১, কোহলি ১, পান্ত ৬৪, সারফারাজ ১, জাদেজা ৬, ওয়াশিংটন ১২, অশ্বিন ৮, আকাশ ০, সিরাজ০*; হেনরি ৩-০-১০-১, এজাজ ১৪.১-১-৫৭-৬ , ফিলিপস ১২-০-৪২-৩)।
ফল: নিউজিল্যান্ড ২৫ রানে জয়ী।
ফল: তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: এজাজ প্যাটেল।
সিরিজসেরা: উইল ইয়াং।
Discussion about this post