কিছুতেই আগেই পাকিস্তান থেকে মাথা উঁচু করে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু এবার এই দলটির চাপে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই হারের শঙ্কায় দল। মনে হচ্ছে টেস্টের চতুর্থ দিনেই জয় তুলে নেবে ভারত।
চিপকের স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে শনিবার তৃতীয় দিনের খেলা শেষ হয় ৯ ওভার আগে। ৫১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দিন শেষে তুলেছে ১৫৮ রান। হারিয়েছে ৪ উইকেট। জিততে এখনো চাই ৩৫৭ রান। যা এক কথায় মিশন ইমপসিবল!
চেন্নাই টেস্টের শেষ ইনিংসে বিশাল লক্ষ্যের পেছনে ছুটে অধিনায়ক নাজমুল হাসান শান্তর ফিফটি তুলে যা একটু লড়াই করলেন। এর আগে টেস্টের তৃতীয় দিনে শনিবার শুভমান গিল ও রিশব পান্তের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। অনেকটা তড়িঘড়ি করে ইনিংস ঘোষণা করে তারা।
এরপর প্রথম ইনিংসের ২২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রান। দিন শেষ করে তারা ৪ উইকেটে ১৫৮। এ অবস্থায় লড়াইয়ে ফেরা অনেকটাই কঠিন।
এদিন সকালে ৩ উইকেটে ৮১ রান নিয়ে গিল ও পান্ত শুরু করেন। তারপর চলে তাদের দাপট। লাঞ্চের পরপর সেঞ্চুরি তুলে নেন পান্ত। ২১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে শতক। ৩৪ টেস্টে এই কিপার-ব্যাটসম্যানের ষষ্ঠ সেঞ্চুরি এটি। সবশেষ টেস্টে ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ৯৩ রান তুলেন।
১৩ চার ও ৩ ছক্কায় ১২৮ বলে ১০৯ রান করে তিনি আউট। জুটি শেষ হয় ১৬৭ রানে। তারপরই গিল তুলেন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। একটু পরই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ঘোষণা করেন। গিল ১০ চার ও চার ছক্কায় ১১৩ রানে অপরাজিত।
জেবাবে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬২ রান এনে দেন জাকির হাসান ও সাদমান ইসলাম। জাকির আউট ৩৩ রানে। ৩৫ রান করেন সাদমান। শান্ত দারুণ খেলে দিন শেষে অপরাজিত থাকেন ৫১ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৩৭৬/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ (আগের দিন ৮১/৩) (গিল ১১৯*, পান্ত ১০৯, রাহুল ২২*; তাসকিন ৭-১-২২-১, হাসান ১১-১-৪৩-০, নাহিদ ৬-০-২১-১, সাকিব ১৩-০-৭৯-০, মিরাজ ২৫-৩-১০২-২, মুমিনুল ২-০-১৫-০)।
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ৭-২-১৮-১, সিরাজ ৩.২-০-২০-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ১৫-০-৬৩-৩, জাদেজা ৬-০-২৯-০)।
#চেন্নাই টেস্ট ৩য় দিন শেষে
Discussion about this post