ব্যাটসম্যানদের ব্যর্থতায় সর্বনাশ! তাইতো চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ। ৩০৮ রানের লিড নিয়ে এগিয়ে যাচ্ছে ভারত। ম্যাচে নাজমুল হোসেন শান্তদের ফলো-অনে না ফেলে ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তারপর শুক্রবার ৩ উইকেটে ৮১ রান তুলে ফেরে সাজঘরে।
ভারতের শুভমান গিল ৩৩ ও রিশভ পন্ত ১২ রানে অপরজিত রয়েছেন।
এদিন টাইগার ব্যাটাররা হতাশ করেছেন। বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের দেওয়া ৩৩৯ রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট মাত্র ১৪৯ রানে। ভারতের বিপক্ষে টেস্টে পঞ্চম সর্বনিম্ন এটি। প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন। সবশেষ সফরে ১০৬ রানে অলআউট হয়।
সব মিলিয়ে এদিন এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে শুক্রবার উইকেট পড়ল১৭টি। মাঠটির ৯০ বছরের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড এটি।
এদিন সকালে অবশ্য জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ। ভারতে প্রথমবার টেস্টে পেলেন বাংলাদেশের কোনো বোলার। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।
কিন্তু তারপর হতাশ করেন ব্যাটারররা। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়েন সাকিব আল হাসান (৩২) ও লিটন কুমার দাস (২২) একটু লড়েন। অন্যরা একেবারেই ব্যর্থ। মেহেদী হাসান মিরাজ ২৭* রানে অপরাজিত। হাসানের ৫ উইকেটের দিনে ব্যর্থ ব্যাটসম্যানরা!
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৯১.২ ওভারে ৩৭৬/১০ (জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাশ ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*; তাসকিন ২১-৪-৫৫-৩, হাসান ২২.২-৪-৮৩-৫, নাহিদ ১৮-২-৮২-১, মিরাজ ২১-২-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭.১ ওভারে ১৪৯/১০ (সাদমান ২, জাকির ৩, শান্ত ২০, মুমিনুল ০, মুশফিক ৮, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭*, হাসান ৯, তাসকিন ১১, নাহিদ ১১; বুমরাহ ১১-১-৫০-৪, সিরাজ ১০.১-১-৩০-২, আকাশ ৫-০-১৯-২, অশ্বিন ১৩-৪-২৯-০, জাদেজা ৮-২-১৯-২)।
ভারত ২য় ইনিংস: ২৩ ওভারে ৮১/৩ (জয়সওয়াল ১০, রোহিত ৫, গিল ৩৩*, কোহলি ১৭, পান্ত ১২*; তাসকিন ৩-০-১৭-১, হাসান ৫-১-১২-০, নাহিদ ৩-০-১২-১, সাকিব ৬-০-২০-০, মিরাজ ৬-০-১৬-১)।
#চেন্নাই টেস্ট ২য় দিন শেষে
Discussion about this post