পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঐতিহাসিক জয়ে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়া মুশফিকুর রহিম র্যাঙ্কিংয়েও চমক দেখালেন। টেস্টের ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে গেলেন মুশি। বোলারদের মধ্যে বড় উন্নতি হয়েছে হাসান মাহমুদের।
বুধকার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করল আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় মুশফিক ১৭তম স্থানে উঠে এলেন। ক্যারিয়ারে এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে ছিলেন বাংলাদেশের এই তারকা ব্যাটার। এবার পাকস্তোনের বিপক্ষে ১৯১ রান তুলেন তিনি। তার ৩৪১ বলের ইনিংসটি গড়া ২২ চার ও ১ ছক্কায়। সাত ধাপ এগোলেন মুশি। ৬৮৪ রেটিং পয়েন্টও তার ক্যারিয়ার সেরা।
পাকিস্তানের বিপক্ষে একই টেস্টে ফিফটি (৫৬) হাঁকানো লিটন দাসও দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে। ৭৭ রান করা মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ৮৫তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মেহেদী মিরাজের। বোলিংয়ে পেসার হাসান মাহমুদও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। ২৩ ধাপ এগিয়েছেন হাসান, ৭৪ নম্বরে তিনি। শরিফুল ৯ ধাপ এগিয়ে ৬৪তম। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়া মিরাজ ২৩তম।
Discussion about this post