প্রথমদিন শেষে স্বস্তিতে প্রাইম ব্যাংক সাউথ জোনের অধিনায়ক আবদুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শনিবার প্রথম ইনিংসে লিড পেল তার দল। বিকেএসপিতে ওয়ালটনের ১৬৫ রানের জবাবে প্রাইম ব্যাংকের জোগাড় ৭ উইকেটে ১৯৬ রান।
মাত্র ৩৯.৪ ওভার খেলেই শেষ ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস। দলের পাঁচজন ব্যাটসম্যান ডাবল ফিগারেই যেতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেছেন মাহমুদউল্লাহ। নুরুল ৩৩ বলে ৩২ রান করেন। সোহাগ গাজী ৬৭ রানে ৪ এবং রাজ্জাক ৪৪ রানে নেন ৩ উইকেট।
এরপর মাহমুদউল্লাহ ৭২ রানে ৫ উইকেট নিয়ে ওয়ালটনকে ম্যাচে টিকিয়ে রাখেন। মিথুন করেন ৮৮ রান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস : ১৬৫/১০, ৩৯.৪ ওভার (শাহরিয়ার নাফীস ৩০, শামসুর ১৩, মাহমুদউল্লাহ ৩৬, নুরুল হাসান ৩২, ইলিয়াস সানি ২৮; সোহাগ গাজী ৪/৬৭, রাজ্জাক ৩/৪৪)।
প্রাইম ব্যাংক সাউথ জোন ১ম ইনিংস : ১৯৬/৭, ৪৮ ওভার (সৌম্য সরকার ২১, ইমরুল ২২, মিথুন ৮৮, তায়েবুর ৩১, শুভগত ১৭ ব্যাটিং; মাহমুদউল্লাহ ৫/৭২)। (প্রথম দিন শেষে)
Discussion about this post