ঘটনাবহুল একদিন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। বুধবার ঢাকা টেস্টের প্রথম দিনই উইকেট পতনের মিছিল। একটি দুটি নয়, ১৫ উইকেট পতনের একদিন। তবে শেষ অব্দি প্রথম দিনই দাপট থাকল বাংলাদেশেরই।
মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের স্পিন বলে চালকের আসনে থেকে দিন শেষ বাংলাদেশের। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে পঞ্চাশের আগে নিউজিল্যান্ডের ৫ ব্যাটসম্যানকে ফেরালো টাইগাররা। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে শেষ হয়েছে ১ম দিনের খেলা। দিন শেষে নিউজিল্যান্ড ১২.৪ ওভারে ৫ উইকেটে তুলেছে ৫৫ রান। এখনও ১১৭ রানে পিছিয়ে তারা।
সিলেট টেস্টে চিতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। সেই পথেই এগিয়ে যাচ্ছে নাজমুল হাসান শান্তর দল।
১৫ উইকেটের দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ১৭২ রানে। শেষ বিকেলে নিউ জিল্যান্ড খেলতে নেমে নিউজিল্যান্ড ১ম ইনিংসে ৫৫/৫। হাতে ৫ উইকেট রেখে ১১৭ রানে পিছিয়ে কিউইরা।
মিরপুরের উইকেটে সকালে ফ্লাড লাইট জালিয়ে শুরু হয় খেলা। টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের স্পিন পরীক্ষার সামনে ত্রিশ রান করেন মাত্র দুই ব্যাটার। ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হওয়া মুশফিক খেলেন ৩৫ রানের ইনিংস। বাংলাদেশের ১ম ব্যাটার হিসেবে এই আউট হলেন মুশি। শাহাদাত হোসেন করেন ৩১ রান।
নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।
এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতে পাল্টা আক্রমণের করলেও ভাঙ্গন ধরান মেহেদী হাসান মিরাজ। পরে তাইজুলও চমক দেখান। আর ফেরেন টম ল্যাথাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেল। ১৭ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ২ উইকেট তুলেন ২৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)।
# ঢাকা টেস্ট ১ম দিন শেষে
Discussion about this post