ক্রিকেটে আউটের কমতি নেই। এবার ক্রিকেট বিশ্ব দেখল নতুন এক আউট। সোমবার দিল্লিতে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটল এমন ঘটনা। সাদিরা সামারাউইক্রামা আউট হওয়ার পর ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু কোনো বল না খেলেই ফিরে গেলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম ব্যাটসম্যান ম্যাথুজ। নতুন ব্যাটসম্যান প্রথম বলের মুখোমুখি হওয়ার জন্য ৩ মিনিট সময় পান। যদিও বিশ্বকাপে সেটি ২ মিনিট। সেই সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি লঙ্কান ক্যাপ্টেন। হেলমেট ঠিক নেই, এমন একটা কিছু দেখানোর চেষ্টা করেন তিনি। তার কথায় সাড়া দেননি সাকিব। নিয়ম অনুযায়ী ম্যাথিউসকে টাইমড আউট দেন আম্পায়ার।
সামাবিক্রমরা ফেরার পর পরই একটি বলও মোকাবিলা করার আগে আউট ম্যাথুজ। আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে অপর ব্যাটসম্যানকে মাঠে নেমে খেলার জন্য প্রস্তুত হতে হয়। কিন্তু ম্যাথুজ বেশি সময় নিয়ে নেন। সে কারণে তাকে আউট দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো ব্যাটসম্যান এমন আউট হলেন।
বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটার ব্যাটিং শুরু না করলে তিনি টাইম আউট হতে পারেন। সাকিব সে সুযোগ নিয়ে আম্পায়ারের কাছে ম্যাথিউসের টাইম আউটের আবেদন করেন। আম্পায়াররা সাকিবের কাছে জানতে চান, তিনি তার আবেদনে অনড় কিনা? সাকিব সম্মতি জানালে কোনো বল না খেলেই ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন ম্যাথুজ।
Discussion about this post