একেই বলে জবাব। তার বিশ্বকাপ মিশনে যাওয়াই ছিল অনিশ্চয়তার চাদরে মোড়া। শেষ অব্দি গেলেন। কিন্তু ব্যাট করার সুযোগ পাচ্ছিলেন একেবারে শেষে। এবার ব্যাটিং অর্ডারে উন্নতি জবাব দিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নিলে শতরান।
চলতি বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল তাকে। পুনেতে ভারতের বিপক্ষে ৪৬ রানের আগে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪১ রানের ইনিংস। মঙ্গলবার সেই আক্ষেপ কাটল মাহমুদউল্লাহ রিয়াদের।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের বিপর্যের মুখে দাঁড়িয়ে তুললেন দেখার মতো এক সেঞ্চুরি। রিয়াদের ওয়ানডে ক্যারিয়ারের যে তিনটি সেঞ্চুরি তার শেষটি আসে ২০১৭ সালের জুনে, কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে।
২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। তার চার সেঞ্চুরির সব বিদেশের মাটিতে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি, এবার বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির কারিগর বনে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রিয়াদের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৪৬.৪ ওভারে ২৩৩ রান তুলে। আর দক্ষিণ আফ্রিকা জয় পায় ১৪৯ রানে।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ রানে চতুর্থ উইকেট হিসেবে মুশফিকুর রহিম ফেরার পর মাঠে আসেন রিয়াদ।
সেঞ্চুরির আগে নতুন এক মাইলফলকে পা রাখেন মাহমুদউল্লাহ। তামিম ইকবালকে টপকে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে আসেন। ২৯ ইনিংসের তামিমের রান ৭১৮ আর ২১ ইনিংসে রিয়াদের ৭৯১*। এই তালিকায় ১২০২ রান নিয়ে সাকিব আল হাসান শীর্ষে। মুশফিকের রান ১০৪২।
মাহমুউল্লাহর ১১১ বলে ১১১ রানের ইনিংসটি থামে। ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৪ ছয়।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৮৩/৫ (ডি কক ১৭৪, হেনড্রিকস ১২, ফন ডার ডাসেন ১, মার্করাম ৬০, ক্লসেন ৯০, মিলার ৩৪, ইয়ানসেন ১; মুস্তাফিজ ৯-০-৭৬-০, মিরাজ ৯-০-৪৪-১, শরিফুল ৯-০-৭৬-১, সাকিব ৯-০-৬৯-১, হাসান ৬-০-৬৭-২, নাসুম ৫-০-২৭-০, মাহমুদউল্লাহ ৩-০-২০-০)
বাংলাদেশ: ৪৬.৪ ওভারে ২৩৩ (তানজিদ ১২, লিটন ২২, শান্ত ০, সাকিব ১, মুশফিক ৮, মাহমুদউল্লাহ ১১১, মিরাজ ১১, নাসুম ১৯, হাসান ১৫, মুস্তাফিজ ১১, শরিফুল ৬*; ইয়ানসেন ৮-০-৩৯-২, উইলিয়ামস ৮.৪-১-৫৬-২, কুটসিয়া ১০-০-৬২-৩, রাবাদা ১০-১-৪২-২, মহারাজ ১০-০-৩২-০)।
Discussion about this post