জাতীয় দলের বাইরে আছেন দু’জনই। একজন অবশ্য ইনজুরিতে দলের বাইরে। আরেকজনকে রাখা হয়েছে জাতীয় দলের বাইরে। তবে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে ঠিকই ভাবা হচ্ছে তাদের। এ কারণেই প্রস্তুতির ঘাটতি নেই তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের।
নিজেদের প্রস্তুত করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না তারা। চোখ বিশ্বকাপ দলে জায়গা। তাদের মতো লড়াইয়ে আছেন তাইজুল ইসলাম, সাইফ হাসান, জাকির হাসানরাও। এশিয়ান গেমসের সম্ভাব্য দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। একটি ৪০ ওভার তারপর পাঁচ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে তারা।
এখানেই তামিম, মাহমুদউল্লাহরা। ১৭ সেপ্টেম্বর ৪০ ওভারের ম্যাচে দেখা যেতে পারে তাদের। এমনিতে কোমরের চোট কাটিয়ে তামিম ব্যাটিং অনুশীলন করে যাচ্ছেন। ৪০ ওভারের ম্যাচ ছাড়াও পাশাপাশি একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে পারেন তামিম। সেখানে ফিল্ডিং করে নিজের ফিটনেস বুঝতে চাইবেন।
আগামী ৫ অক্টোবর ভারতে শুরু ওয়ানডে বিশ্বকাপ। যেখানে লড়বে বাংলাদেশও।
Discussion about this post