টস ভাগ্যটা সঙ্গে ছিল সাকিব আল হাসানের, কিন্তু ম্যাচ জেতা হলো না!
দূর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে বড় স্কোর গড়তে দেননি মাথিশা পাথিরানা, মাহিশ থিকশানারা। তারপর দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিকদের জয়ের বন্দরে নিয়ে যান সাদিরা সামারাউইক্রামা, চারিথ আসালাঙ্কারা।
বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ১৬৫ রানের লক্ষ্য ৬৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে লংকানরা!
দারুণ জয়ে জোড়া রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। সবশেষ ১১ ওয়ানডেতে প্রতিপক্ষকে অলআউট করেছে তারা। যা একদিনের ক্রিকেটে বিশ্ব রেকর্ড। টানা ১০ ওয়ানডেতে প্রতিপক্ষকে অল আউট করে দেওয়ার নজির আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।
১১ ম্যাচের সবকটিই জিতেছে শ্রীলঙ্কা। এবার প্রথম টানা ১১ ওয়ানডে জিতল তারা।
লঙ্কানদের জয়ের নায়ক পাথিরানা, ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩২ রানে ৪ উইকেট নিয়ে জয়ে বড় অবদান তার!
অন্যদিকে বাংলাদেশের পক্ষে বলার মতো রান করেন কেবল নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের চতুর্থ ফিফটিতে তিনি খেলেন ৮৯ রানের ইনিংস। অন্যরা আসা যাওয়ার দায়িত্বটুকু যেন সারলেন!
এ অবস্থায় আফগানিস্তানের বিপক্ষে দিতেই হবে বাংলাদেশকে, না হলে গ্রুপে শেষ হয়ে যাবে সাকিবদের মিশন! রোববার লাহোরে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৬৪ (নাঈম ১৬, তানজিদ ০, শান্ত ৮৯, সাকিব ৫, হৃদয় ২০, মুশফিক ১৩, মিরাজ ৫, মেহেদি ৬, তাসকিন ০, শরিফুল ২*, মুস্তাফিজ ০; রাজিথা ৭-০-২৯-০, থিকশানা ৮-১-১৯-২, ধানাঞ্জয়া ১০-০-৩৫-১, পাথিরানা ৭.৪-০-৩২-৪, ওয়েলালাগে ৭-০-৩০-১, শানাকা ৩-০-১৬-১)
শ্রীলঙ্কা: ৩৯ ওভারে ১৬৫/৫ (নিসানকা ১৪, কারুনারত্নে ১, মেন্ডিস ৫, সামারাউইক্রামা ৫৪, আসালাঙ্কা ৬২, ধানাঞ্জয়া ২, শানাকা ১৪; তাসকিন ৭-১-৩৪-১, শরিফুল ৪-০-২৩-১, সাকিব ১০-২-২৯-২, মুস্তাফিজ ৩-০-১২-০, মিরাজ ৫-০-২৬-০, মেহেদি ১০-০-৩৫-১)
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
Discussion about this post