ঢাকায় বর্ষণমুখর একদিন, বর্ষার শেষটাতে এসে আকাশ কাঁদছে দিনভর! এরমধ্যেই রাজধানী ভ্রমণে আছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। মঙ্গলবার লোভনীয় এই শিরোপাটি গেল হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে ট্রফি নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মাতলেন ক্রিকেটাররা!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকালেই মুশফিকুর রহিম বেরিয়ে এলেন ড্রেসিংরুম থেকে, হাতে নিয়ে বিশ্বকাপ ট্রফি। ট্রফির মঞ্চে মুশফিক-তাসকিন আহমেদও স্পিন কোচ রঙ্গনা হেরাথ আইসিসি কন্টেন্ট ক্রিয়েটরদের প্রশ্ন-উত্তর পর্বে অংশে নেন। মুশফিক বাংলাদেশ দলের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ক্রিকেটারদের ফটোসেশন শেষে ট্রফি নেওয়া হয় মাঝ মাঠে। মাঠের মাঝমাঠে ছবির পর্ব শেষে মাঠকর্মীরাও ছবি তোলেন।
এদিন জাতীয় দলের খেলোয়াড়রাও বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগটা মিস করেন নি। ছবি তোলার পর ক্রিকেটারদের অনেকেই অনুশীলনে যোগ দিলেন। অবশ্য তাসকিন আহমেদ, তানজিম হাসান, শামীম হোসেন, তানজিদ হাসান ও রিশাদ হোসেন মঞ্চে থেকে যান। তাসকিন ট্রফিটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। শামীম ট্রফিতে চুমুও খেলেন।
মুশফিক বাংলাদেশ দলকে বিশ্বকাপে এগিয়ে রাখবে বলে বিশ্বাস করেন। তাসকিন বাংলাদেশ দলের পেস বিভাগের প্রশংসা করেন।
মঙ্গলবার বৃষ্টিস্নাত দিনে ট্রফির সঙ্গে ছবি তুলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও। ছবি তোলার সুযোগ পেলেন বিকেএসপির ক্রিকেট বিভাগের ছাত্ররাও। তাদের জন্য মিডিয়া প্লাজায় আলাদা করে মঞ্চ সাজানো হয়।
ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও। তিনি বলেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকেই। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পর, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি, আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিন দিন আশা বাড়ছে। আশা প্রতিবারই পরিবর্তন হচ্ছে, আর এবারের আশাটা শুধু আমার নয়, সবারই একটু বেশি। কারণ, দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের ফরম্যাটে।’
নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘‘আগে কখনো সামনা-সামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা। প্রত্যাশা বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে অনেক বেশি, প্লাস হচ্ছে জনগণেরও অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। সো ফার তাদের কাছ থেকে আমরা তো সেরাটাই আশা করব।’
বিশ্বকাপ ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। লাইনে দাঁড়িয়ে নির্ধারিত দূরত্বে দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফি দেখতে ও ছবি তুলতে পারবেন সাধারণ মানুষ। এর আগে গত জুনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর ট্রফি উন্মোচিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি নেমে আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ হবে।
Discussion about this post