ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও বল হাতে শেষ দুটো ম্যাচে সফল ছিলেন সাকিব আল হাসান। বিশেষ করে লাইন-লেন্থ ঠিক রেখে রান আটকে রেখেছেন। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট। পরের ম্যাচে আরও কৃপণ ১০ ওভারে ১৩ রানে তুলে নেন ১ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচ সিরিজে ৪ উইকেট। তার পথ ধরে আইসিসি ওয়ানডে নিয়ে র্যাঙ্কিংয়ে তিনধাপ এগোলেন বাংলাদেশের এই তারকা স্পিনার। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলিংয়ে সেরা দশে ফিরেছেন বাঁহাতি স্পিনার। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান এখন দশ নম্বরে।
আইসিসি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে গতকাল বোলিংয়ে তিন ধাপ এগোলেন সাকিব। বোলারদের তালিকায় এগিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাসের।
তিনধাপ উন্নতি হয়েছে লিটনের। যদিও তিন ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯২ রান। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ডাচ ব্যাটার স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে তিনি। ব্যাটিংয়ে সাকিবের একধাপ উন্নতি হলেও আলোচনায় থাকা তামিম ইকবালের একধাপ অবনমন হয়েছে। তামিম ৩৩ এরপরই আছেন সাকিব।
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে ২৩ রানে ২টিসহ দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। এই পেনার পাঁচ ধাপ এগিয়ে এখন ৪৫তম স্থানে। ৯ ধাপ এগিয়ে ৫৬তম নম্বরে তাইজুল। সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে এই স্পিনার ৯ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই পাকিস্তানের বাবর আজম। বোলারদের তালিকায় নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সাকিব আল হাসান।
Discussion about this post