দেশের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য ঘোষিত দলে দেখা মিলল দুই নতুন মুখ। ব্যাটসম্যান শাহাদাত হোসেনের সঙ্গে আছেন তরুণ পেসার মুশফিক হাসান। ১৪ জুন মিরপুরের শেরেবাংলায় শুরু প্রথম টেস্ট। সেই টেস্টের দলে কেন এই দুই নতুন মুখ তার ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেখুন, দিপুর আন্তর্জাতিক অঙ্গনে খেলার যথেষ্ট সক্ষমতা আছে, মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার ক্ষমতা রয়েছে।’ ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসানকে রেখে একদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার গণমাধ্যমে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ব্যাটসম্যানকে দেখতে হয়। আমরা মনে করি আন্তর্জাতিক অঙ্গনে ওর (দিপুর) যথেষ্ট সক্ষমতা আছে। এসব টেকনিক্যাল বিষয় বিবেচনা করে নেওয়া হয়েছে। মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার সক্ষমতা আছে। দুজনই আমাদের এইচপি ইউনিটের কাজ করছে। এইচপিএর প্লেয়ার ওরা। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, লাল বল ক্রিকেটে সুযোগ মেলে ওরা নিজেদের মেলে ধরবে।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলছেন না সাকিব আল হাসান। ইনজুরি নিয়ে মাঠের বাইরে টেস্ট অধিনায়ক। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
জাতীয় দলের নতুন মুখ শাহাদাত হোসেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য। ২০টি প্রথম শ্রেণির ম্যাচে ২টি সেঞ্চুরি আছে, ব্যাটিং গড় ৩৬.১৪। জাতীয় লিগে ৬ ইনিংস খেলে ১১৫ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে কিছুদিন আগে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৭৩ ও ৫০ রান করে নজরে আসেন।
মুশফিক ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল খেলেছেন। জাতীয় লিগ দিয়ে তার লাল বলের ক্রিকেটে অভিষেক। প্রথম মৌসুমে রংপুর বিভগের হয়ে ৬ ম্যাচে তুলেন ২৫ উইকেট। বিসিএলে ৪ ম্যাচে নেন ১৬ উইকেট। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে মোট ৫ উইকেট তুলেছেন এই ২০ বর্ষী।
বাংলাদেশ টেস্ট দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ মাহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।
Discussion about this post