মাহমুদউল্লাহ রিয়াদের ওয়ানডে ক্যারিয়ার কী শেষ? গত কিছুদিন ধরেই এমন আলোচনা। এনিয়ে নানা কথা উড়লেও মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাঈম শেখ কিংবা আফিফ হোসেনরা জাতীয় দল না থাকলেও ভাবনায় আছেন। এমন কথাই শোনালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাদেরকেও রাখা হয়েছে এ বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ভাবনায়।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচক জানালেন, মাহমুদউল্লাহদের নিয়ে ওয়ানডে বিশ্বকাপের জন্য ২৪ জনের পুল তৈরি করে রাখা হয়েছে। তাদের দিকে চোখা রাখা হয়েছে। নান্নুর সেই আলাপচারিতার চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-
আয়ারল্যান্ড সিরিজ প্রসঙ্গে…
অবশ্যই অনেক চ্যালেঞ্জিং সিরিজ। আয়ারল্যান্ডের কন্ডিশনটা ভেরি ডিফারেন্ট এবং মনে করি যে, আমাদের প্লেয়াররা যথেষ্ট এক্সপেরিয়েন্সড আছে। মানিয়ে নেওয়ার ক্যাপাবিলিটি আছে। আশা করছি, যতই চ্যালেঞ্জ হোক, বেস্ট ক্রিকেটটাই খেলবে।
ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের কেমন দেখলেন….
ডিপিএলে আমরা যেটা সবসময় মনিটরিং করে থাকি, এখান থেকেই সামনে আমাদের ‘এ’ টিমের সিরিজ আছে প্লেয়ারদের আমরা ওইভাবেই মনিটরিং করছি। এবং এইচপির স্কোয়াডটাও আমরা রেডি করছি। এইচপির প্রোগ্রামটাও শুরু হবে, সামনে জুনে এমার্জিং কাপ আছে। সো সেই হিসেবে অনেকগুলো প্লেয়ারকেই এখানে দেখা হচ্ছে। অনেক বেশি প্লেয়ারকে রেডি করতেই আমরা প্ল্যাটফর্ম রেডি করছি। আশা করছি, এই দুইটা সিরিজ থেকেই জাতীয় দলের ভালো কিছু প্লেয়ার পাবো।
বিশ্বকাপ দল নিয়ে ভাবনা
ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ আছে, আফগানিস্তান সিরিজ আছে। আয়ারল্যান্ড সিরিজ আছে। তো প্রত্যেকটা সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করছি। কারণ এখন এতো বেশি খেলা, প্লেয়ারদের জন্য ফিটনেসের ব্যাপারটা অনেক বেশি কনসার্ন। সেইভাবে আমরা আগাচ্ছি। আশা করছি, সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের আগে বিশ্বকাপের জন্য পুল রেডি করতে চাই।
আফিফ হোসেন প্রসঙ্গ
আফিফ অবশ্যই। আমাদের পুল ভুক্ত যে ২৪জন খেলোয়াড় রেডি করে রেখেছি, তাদেরকে ভালোভাবে মনিটরিং করা হচ্ছে। কেউ চোখের আড়াল হচ্ছে না। যাকে যখন প্রয়োজন মনে হবে, তাকে দলে নেওয়া হবে।
ভাবনায় আছে মাহমুদউল্লাহ রিয়াদও?
২৪ টা প্লেয়ার আমাদের পুল করা আছে। তো পার্টিকুলার কিছু না। যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।
নাঈম শেখ প্রসঙ্গ…
নাঈম শেখ অবশ্যই ভালো করছে। সে আমাদের এইচপি টিমে ছিল। ‘এ’ টিমের সামনে সিরিজ আছে, সেখানেও দেখব। ডিপিএলে অনেকগুলো খেলোয়াড় ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে। আমাদের পুলের যে ২৪ জন খেলোয়াড় আছে সেটার মধ্যে অবশ্যই ও থাকবে।
Discussion about this post