দিন কয়েক আগেই ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। এখন ঈদের ছুটিতে ক্রিকেটাররা। ১ মে থেকে শুরু সুপার লিগ। তার আগে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পবিত্র ওমরাহ পালন করতে গেলেন সৌদি আরবে। সপরিবারে ওমরাহ করতে গেলেন মাশরাফি।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এখন আছেন মক্কা নগরীতে। বুধবার মাশরাফির সহধর্মিণী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন এ তথ্য। সুমি তার ফেসবুক প্রোফাইলে পরিবারের ওমরাহ পালনের একটি ছবি প্রকাশ করে লিখলেন, ‘আলহামদুলিল্লাহ’।
জানা গেছে, গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের পথে দেশ ছাড়েন মাশরাফি। ফেসবুকের ছবিতে দেখা যায় পবিত্র কাবার সামনে মাশরাফির সঙ্গে ছিলেন তার স্ত্রী-ছেলে এবং মেয়েও। একই ছবিতে মাশরাফির বন্ধু আসিফ রেজাকেও দেখা গেছে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। বল হাতে সাফল্যও পেয়েছেন তিনি। এবার ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে মাশরাফি। লিজেন্ডসরাও খেলছে দারুণ ক্রিকেট। মাশরাফির নেতৃত্বে রূপগঞ্জ জায়গা করে নিয়েছে সুপার লিগ। ১১ ম্যাচে দলের পয়েন্ট ১৬। টেবিলের তিন নম্বরে ম্যাশের দল!
এবারের মাহে রমজানে ওমরাহ পালন করা একমাত্র ক্রিকেটার নন মাশরাফি। এর আগে সাকিব আল হাসানও ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ দিকে সৌদি আরবে যান ওমরাহ পালন করতে। তিনি খেলছেন মোহামেডানে।
ঈদের পর আগামী ১ মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই মাশরাফির দেশে ফিরবেন।
Discussion about this post