স্বপ্নপূরণ হলো, অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লেখালেন লিটন কুমার দাস। অনিশ্চয়তা পেছনে ফেলে প্রথমবারের মতো ভারতীয় এই ফ্রাঞ্চাইজি লিগে খেলতে গেলেন বাংলাদেশের এই উইকেট কিপার-ব্যাটার। রোববার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন লিটন-এমনটাই জানাল তার দল কলকাতা নাইট রাইডার্স।
সব ঠিক থাকলে রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা যাবেন লিটন। তার দল এই সময়টাতে রয়েছে আরেক শহর আহমেদাবাদে। গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নিজেদের তৃতীয় ম্যাচে লড়বে সেই ভেন্যুতে। অবশ্য রাতেই আবার দলটি কলকাতা চলে আসবে।
এরপর আগামী ১৪ এপ্রিল কলকাতা মাঠে নামবে। যেখানে বাংলা নতুন বছরের প্রথম দিনে লিটনকে চাইলেই দলে নিতে পারবে কলকাতা। ঘরের মাঠে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স জানাল,‘আমরা এখন আহমেদাবাদে আছি। দিনের ম্যাচ খেলে ফিরবো কলকাতায়। লিটন আমাদের সঙ্গে ঢাকা থেকে কলকাতায় যোগ দেবেন।’
যদিও লিটন কলকাতার একাদশে থাকবেন কীনা সেটি নিশ্চিত নয়। আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটার রহমতউল্লাহ গুরবাজ দারুণ খেলছেন। তাকে বসিয়ে লিটনকে নামানো সহজ নয়। কারণ সব শেষ ম্যাচে ফিফটি তুলেছেন গুরবাজ। আবার সাকিব আল হাসানের জায়গায় যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। দুই বিদেশিকে টপকে লিটনকে সেরা দলে জায়গা দেওয়া কঠিন।
তারওপর লিটন পুরোটা সময় কলকাতার হয়ে খেলতে পারবেন না। কারণ জাতীয় দলে খেলার ব্যস্ততা আছে তার। ইংল্যান্ড সফরে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে হবে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ। যদিও এই মিশন শেসে ফের শাহরুখ খানের দলে ফিরে যেতে পারবেন এই মারকুটে ব্যাটার!
Discussion about this post