জয়টাকে অভ্যাস বানিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) তুলে নিয়েছে টানা চতুর্থ জয়। শুক্রবার ছুটির দিনে উড়ল সাবেক চ্যাম্পিয়নরা। এবার তাদের শিকার শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রোজার প্রথম দিনে যদিও শেষদিকের নাটকে সহজ ম্যাচটা জিততে একটু বেগই পেতে হয়েছে তাদের।
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে সেঞ্চুরি করেও দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে জয় এনে দিতে পারেন নি অমিত হাসান। লিজেন্ডসদের হয়ে ফের চমক চিরাগ জানির। এই ভারতীয় অলরাউন্ডারের দাপটে চেনা ছন্দে রূপগঞ্জ। মাশারফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ তুলে নিল চার ম্যাচে চার জয়!
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এদিন অমিতের সেঞ্চুরিতে ৪৭.৩ ওভারে ২০৭ রানে অলআউট হয় শাইনপুকুর। এরপর
বৃষ্টির বাধায় পাল্টে যায় ম্যাচের সমীকরণ। বৃষ্টি আইনে রূপগঞ্জের সঙ্গে লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ১৬৮ রান। তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে রূপগঞ্জ।
শেষদিকে তানভীর হায়দার (১০) ও মুক্তার আলি (১) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৪৩ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে। চিরাগ ৪২ ও সাব্বির রহমান করেন ৪৩ রান করেন। শাইনপুকুরের হাসান মুরাদ ৩ উইকেট নেন।
সকালে অমিত করেন শতক। সাজ্জাদুল হকের হাফ সেঞ্চুরি। অমিত ১৩৯ বলে পা রাখেন তিন অঙ্কে। ১৪৪ বলে ১০৪ রানে আউট হন তিনি।
৬৩ বলে ৬৭ রান করেন সাজ্জাদ। বল হাতে শাইনপুকুরকে শাসন করেন চিরাগ। এই পেস অলরাউন্ডার ৯ ওভারে ৩৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। আরও একবার ম্যাচসেরা তিনি। এনিয়ে চার ম্যাচের তিনটিতেই সেরা চিরাগ।
বল হাতে সফল লিজেন্ডসদের অধিনায়ক মাশরাফিও। ৮.৩ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট তুলেন নেন তিনি। ম্যাশের নেতৃত্বে দাপট চলছেই রূপগঞ্জের!
সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৭.৩ ওভারে ২০৭/১০ (শামসুর ৪, খালিদ ০, প্রিয়াঙ্ক ২৩, অমিত ১০৪, আমিনুল ১৩, সাজ্জাদুল ৫৭, রেজা ১, মেহেদি রানা ১, মুরাদ ১, নাবিল ০*, নাহিদ ০; চিরাগ ৯-১-৩৭-৪, আল আমিন ৮-২-৪০-১, মুক্তার ২-০-১১-০, নাঈম জুনি. ৬-০-২০-১, তানবির ৫-০-২৭-০, সোহাগ ৯-০-৩২-০, মাশরাফি ৮.৩-০-৪০-৩)
লিজেন্ডস অব রূপগঞ্জ: (লক্ষ্য ৩৬ ওভারে ১৬৮) ৩৪.৫ ওভারে ১৭০/৭ (মুনিম ১৭, পারভেজ ৫, সাব্বির ৩৬, ইরফান ৪৩, মাশরাফি ০, চিরাগ ৪২, তানবির ১০, সোহাগ ২, মুক্তার ১; নাহিদ ১.৩-০-৪-১, নাবিল ৬.৫-১-৩৭-০, মেহেদি রানা ৭.৩-০-৩৫-১, মুরাদ ৭-০-২৯-৩, রেজা ৩-০-২০-০, শামসুর ৭-০-২৫-২, আমিনুল ২-০-১৫-০)
ফল: ডিএলএস পদ্ধতিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: চিরাগ জানি
Discussion about this post