রান উৎসবের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল এবার পা রাখল নতুন এক উচ্চতায়। যদিও বেরসিক বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে ম্যাচটাতে অনায়াসেই জিততে পারতো বাংলাদেশ। একইসঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে যেতে পারতো টাইগারদের। সোমবার সিলেটের মাঠে মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ছাড়িয়ে যায় আগের ম্যাচেই গড়া সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত, সিরিজ জেতার পালা এখন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে, ২৩ মার্চ!
এই আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই বাংলাদেশ তুলে ৩৩৮ রান। দল পায় ১৮৩ রানের জয়। এবার বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে করল ৫০ ওভারে ৩৪৯ রান। এটিই ওয়ানডে ক্রিকেটে টাইগারদের সর্বোচ্চট সংগ্রহ।
এদিন রান পেলেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তও। লিটন ওপেনিংয়ে তুলেন ৭১ বলে ৭০। তিনে নেমে শান্ত ৭৭ বলে ৭৩। অভিষেকে ৯২ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয়ের আক্ষেপ থাকল এই ম্যাচেও। দ্বিতীয় ওয়ানডেতে হৃদয় করেন ৩৪ বলে ৪৯ রান।
মুশফিক ঝড় তুলেন ব্যাট হাতে। ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে শতরান পূরণ করেন ৬০ বলে। বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে সাকিব আল হাসানের ৬৩ বলের সেঞ্চুরি দুইয়ে নেমে যায় প্রায় ১৪ বছর পর। ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকের আগের ৮ সেঞ্চুরির প্রতিটি ছিল ৪ নম্বরে। ৬ নম্বরে প্রথম সেঞ্চুরিতেই গড়লেন ইতিহাস। দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি এখন তারই!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৪৯/৬ (তামিম ২৩, লিটন ৭০, শান্ত ৭৩, সাকিব ১৭, হৃদয় ৪৯, মুশফিক ১০০, ইয়াসির ৭, তাসকিন ১; অ্যাডায়ার ১০-১-৬০-১, হিউম ১০-২-৫৮-৩, ক্যাম্পার ১০-০-৭৩-১, হামফ্রেজ ৭-০-৫৯-০, ম্যাকব্রাইন ৯-০-৬৮-০, টেক্টর ৪-০-২৮-০)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
Discussion about this post